কলকাতা, 29 অগাস্ট: পুলিশের জালে ধরা পড়ল কুখ্য়াত মাদক পাচারকারী বেচু শেখ । বাজেয়াপ্ত হল প্রচুর হেরোইন । ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।
পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজ করছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে স্ট্র্যান্ড ব্য়াঙ্ক রোডে হানা দেয় কলকাতা পুলিশ । পুলিশের কাছে খবর ছিল, এক ব্যক্তি ওই এলাকা থেকে হেরোইনের কারবার চালাচ্ছে । ক্রেতা সেজে পুলিশ হানা দেয় সেখানে৷ পাকড়াও করা হয় মাদক পাচারকারী, বছর পঁয়তাল্লিশের বেচু শেখকে ।
আর্মেনিয়ান ঘাট চত্বরে হেরোইন বিক্রির কারবার ফেঁদেছিল বেচু । তার থেকে ৩৩২.৩৮০ গ্রাম হেরোইন মিলেছে । এর বাজার মূল্য লক্ষাধিক টাকা । পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও বড় মাফিয়ারা । বেচুকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের খোঁজ চালাচ্ছে ।
সোমবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা নারকেলডাঙ্গা থানা এলাকার ক্যানেল ইস্ট রোডে অসমের নম্বর প্লেটের একটি গাড়ি আটকায় । সন্দেহজনক সেই গাড়িতে সওয়ারি ছিলেন দু'জন । গাড়িটি তল্লাশি করতেই বেরিয়ে পড়ে দু' কেজি 417 গ্রাম হেরোইন । এর বাজার মূল্য 8 কোটি টাকা । ঘটনায় জয়গোপাল দেবনাথ এবং হোসেন আহমেদ নামে দুই ব্য়ক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।