কলকাতা, 7 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের ক্ষেত্রে খরা কাটল না 2021 সালেও । অন্তত কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক (Union commerce ministry)র সংখ্যাতত্ব শাখা, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেডের (Department for Promotion of Industry and Internal Trade) সাম্প্রতিকতম রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে ।
সেই রিপোর্ট অনুযায়ী 2021 সালে পশ্চিমবঙ্গে মাত্র 20টি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়িত (Industrial Entrepreneur Memorandum Intentions implemented) হয়েছে, যা জাতীয় পরিসংখ্যানের মাত্র 2.4 শতাংশ । 2021 সালে সারাদেশে মোট 812টি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়িত হয়েছে । 2021 সালে পশ্চিমবঙ্গের প্রস্তাবিত প্রকল্পের (Industrial Entrepreneur Memorandum Intentions filed) সংখ্যা ছিল 27টি, যার মধ্যে 20টি বাস্তবায়িত হয়েছে ।
এবার আসা যাক, এই যে মাত্র 20টি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়িত হয়েছে 2021 সালে, এর মোট আর্থিক বিনিয়গের পরিমাণ কত ? ওই সময়ে বাস্তবায়িত হওয়া বিনিয়োগ প্রকল্পর মোট আর্থিক পরিমাণ হল মাত্র 1,967 কোটি টাকা ৷ যা কিনা জাতীয় পরিসংখ্যানের মাত্র 0.56 শতাংশ । ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী 2021 সালে সারাদেশে মোট যে 812টি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার আর্থিক পরিমাণ হল 3,47,978 কোটি টাকা ।
আরও পড়ুন:Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের
বর্তমানে 2021 সালে পশ্চিমবঙ্গের বাস্তবায়িত প্রকল্পের এবং সেই প্রকল্পের গড় আর্থিক বিনিয়োগের পরিমাণ থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার যে, বৃহৎ শিল্পের কাছে এই রাজ্য আজও ব্রাত্য হয়ে রয়েছে (drought in West Bengal Invesment do not end) । 2021 সালে পশ্চিমবঙ্গে যে 20টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাদের প্রকল্পপিছু গড় আর্থিক বিনিয়োগের পরিমাণ হল মাত্র 98.35 কোটি টাকা । আর যেখানে প্রকল্পপিছু গড় আর্থিক বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকাও ছাড়ায়নি সেখান থেকে বোঝা যাচ্ছে, যে বিনিয়োগ এসেছে তা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প থেকে, কোনও বড় শিল্প থেকে নয়।
যেমন উদাহরণস্বরূপ ধরা যাক পশ্চিমবঙ্গের পার্শবর্তী রাজ্য ঝাড়খণ্ডের কথা । 2021 সালে ঝাড়খণ্ডে বাস্তবায়িত হয়েছে মাত্র 11টি প্রকল্প অর্থাৎ সেই একই সময়ে পশ্চিমবঙ্গের সংখ্যার চেয়ে ন‘টি কম । কিন্তু ঝাড়খণ্ডের মাত্র 11টি প্রকল্পের মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ হল 2,728 কোটি টাকা। তার মানে 2021 সালে ঝাড়খণ্ডের প্রকল্পপিছু গড় আর্থিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াল 248 কোটি টাকা।
সেরকমই ধরা যাক, মরুরাজ্য রাজস্থানের কথা । 2021 সালে রাজস্থান বাস্তবায়িত হয়েছে মাত্র 14টি প্রকল্প অর্থাৎ সেই একই সময়ে পশ্চিমবঙ্গের সংখ্যার চেয়ে ন‘টি কম । কিন্তু রাজস্থানের ওই মাত্র 14টি প্রকল্পের মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ হল 7,571 কোটি টাকা । তার মানে 2021 সালে রাজস্থানের প্রকল্পপিছু গড় আর্থিক বিনিয়োগের পরিমাণ প্রায় 541 কোটি টাকা । অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলনায় কমসংখক প্ৰকল্প বাস্তবায়িত হলেও, ঝাড়খণ্ড বা রাজস্থান বড় শিল্পের কাছে অনেক বেশি আকর্ষণীয়।
যদিও 2020 সালের তুলনায় প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পের সংখ্যা এবং বিনিয়োগের মোট আর্থিক পরিমাণের ক্ষেত্রে 2021 সালে অল্প হলেও পশ্চিমবঙ্গে উন্নতি হয়েছে। 2020 সালে রাজ্যে বাস্তবায়িত হওয়া মোট প্রকল্পের সংখ্যা ছিল 11টি এবং এর মোট আর্থিক বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র 817 কোটি টাকা ।
অর্থিনীতিবিদদের মতে, বড় শিল্পের কাছে পশ্চিমবঙ্গ আজও ব্রাত্য হওয়ার কারণ দু‘টি। এক নম্বর হল রাজ্য সরকারের জমিনীতি, যেখানে জমি অধিগ্রহণে রাজ্য সরকার কোনওরকম হস্তক্ষেপ করবে না । আর ম্যানুফ্যাকচারিং শিল্পে যেখানে একলপ্তে অনেক জমি দরকার, সেখানে এক এক করে অসংখ্য জমিদাতাদের বুঝিয়ে জমি কেনা একরকম অসম্ভব ব্যাপার । দ্বিতীয় বাধা রাজ্যের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) নীতি, যার ফলে রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পও ।