পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Draupadi Murmu: ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা - এনডিএ

আগে জানলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmur) সমর্থন করতেন ৷ এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীর জয়ের সম্ভাবনা যে বেশি তাও স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো (Draupadi Murmur is More Likely to Win Mamata Banerjee Says in Kolkata ISKCON Rath Yatra) ৷

draupadi-murmur-is-more-likely-to-win-mamata-banerjee-says-in-kolkata-iskcon-rath-yatra
draupadi-murmur-is-more-likely-to-win-mamata-banerjee-says-in-kolkata-iskcon-rath-yatra

By

Published : Jul 1, 2022, 5:32 PM IST

কলকাতা, 1 জুলাই: 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচন ৷ তাঁর আগে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাই না-করতে পারায় বিজেপিকে দায়ী করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি জানালেন, দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভবনা বেশি (Draupadi Murmur is More Likely to Win Mamata Banerjee Says in Kolkata ISKCON Rath Yatra) ৷ সেই সঙ্গে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করার কথা জানলে, তাঁর নাম বিবেচনার মধ্যে রাখতেন তিনি ৷ এ দিন কলকাতা ইসকনের রথযাত্রার (Kolkata ISKCON Rath Yatra) মঞ্চ থেকে মমতা এই প্রসঙ্গটি তোলেন ৷ আর তাঁর এই মন্তব্যের পরেই, নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিজেপির সঙ্গে তাঁর কথা হয়েছিল ৷ কিন্তু, প্রার্থী যে দ্রৌপদী মুর্মুকে করা হবে, তাঁর সঙ্গে সেই নিয়ে আলোচনা করা হয়নি ৷ রথযাত্রার উৎসবের মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘আগে থেকে যদি বিজেপি জানাত তারা আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, আমরাও চেষ্টা করতাম, সমর্থন করা যায় কি না ৷’’

এমনকী আগে জানলে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থনের পথে হাঁটতেন, সেই ইঙ্গিতও মমতার এ দিনের কথায় পাওয়া গেল ৷ সরাসরি না-হলেও, মমতা বলেন, ‘‘এমনিতেই আমাদের মহিলাদের প্রতি একটা সমর্থন আছে ৷ রাজনীতিতে পুরুষ এবং মহিলার কোনও ফারাক হয় না ৷ আমরা বৃহত্তর স্বার্থে 16-17টি রাজনৈতিক দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারতাম ৷ একটা সর্বসম্মত প্রার্থী হলে ভালো হত ৷’’

আরও পড়ুন:Draupadi Murmu : ভোট চাইতে জুলাইতে রাজ্যে আসছেন দ্রৌপদী মুর্মু

এ দিন তাঁর কথায় সিদ্ধান্ত বদলের বিষয়টিও উঠে এসেছে ৷ সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি যখন আমাদের কাছে ফোন করেছিল, শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছে ৷ ওদের সাজেশনটা আমাদের জানায়নি ৷ এই মুহূর্তে সর্বসম্মতভাবে অবস্থান বদল না-করলে, আমার একার পক্ষে সরে আসা সম্ভব নয় ৷’’ আর সবশেষে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক ৷ সব জাতি, সব ধর্ম, সব বর্ণের প্রতি আমাদের সমান সম্মান থাকবে ৷’’

বিরোধীরা সর্বসম্মত ভাবে যশবন্ত সিনহার মতো বরিষ্ঠ রাজনীতিককে রাইসিনার রেসে পাঠানোর পরও দ্রৌপদী মুর্মুকে নিয়ে মমতার এ দিনের মন্তব্যের পর আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details