পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অনলাইনে প্রতারণার ফাঁদে ফুয়াদ হালিমের বিবি

গত বছর সেপ্টেম্বর মাসে www.asiantrip.co.in নামে একটি ভ্রমণ সংস্থার ওয়েবসাইটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘোরার জন্য বিপুল ছাড় দেওয়া হচ্ছিল ৷ চিকিৎসক হালিমের বিবির বিষয়টি নজরে আসতে তিনি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন ৷ সংস্থার পক্ষ থেকে তাঁকে 64 হাজার টাকা জমা দিতে বলা হয় ৷ তিনি পাঠিয়েও দেন ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন, সংস্থাটি ভুয়ো ৷

Kolkata police arrest online cheater
উত্তরপ্রদেশ থেকে ধৃত অঙ্কিত কুমার

By

Published : Feb 4, 2020, 11:57 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : ভুয়ো ভ্রমণ সংস্থার ফাঁদে প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা চিকিৎসক ফুয়াদ হালিমের বিবি ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷

এখনকার ব্যস্ত জীবনে অনলাইনে শপিং থেকে ঘুরতে যাওয়ার প্যাকেজ বুকিং, সবই নিমেষে হয়ে যায় ৷ আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে বসেছে প্রতারণা চক্রগুলি ৷ এমনই এক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হলেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্রবধূ তথা ডঃ ফুয়াদ হালিমের বিবি ৷ পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বরে www.asiantrip.co.in নামে একটি ভ্রমণ সংস্থার ওয়েবসাইটে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঘোরার জন্য বিপুল ছাড় দেওয়া হচ্ছিল ৷ ডঃ হালিমের বিবির বিষয়টি নজরে আসতে তিনি তাদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেন ৷ সংস্থার পক্ষ থেকে তাকে 64 হাজার টাকা জমা দিতে বলা হয় ৷ তিনি পাঠিয়েও দেন ৷ কিছুদিন পর তিনি বুঝতে পারেন, সংস্থাটি ভুয়ো ৷ এরপরই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ওয়েবসাইটের ডোমেন খতিয়ে দেখে ৷ সেখান থেকে একটি নম্বর ও ইমেইল আইডি পাওয়া যায় ৷ নম্বরটির কল ডিটেলস খতিয়ে দেখে এবং তার টাওয়ার লোকেশন চেক করা হয় ৷ টাওয়ার লোকেশন দেখে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের প্রতাপ বিহার থেকে অঙ্কিত কুমার (26) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ উত্তরপ্রদেশের সুরুজপুর কোর্টে তাকে তোলা হলে তিন দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন বিচারক ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details