পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Situation : পুজোর পর স্কুল-কলেজ খোলার ইঙ্গিত, রাজ্য়ের ভাবনায় সায় বিশেষজ্ঞদের একাংশের

পুজোর পর খুলতে পারে রাজ্যের স্কুল, কলেজ ৷ বার্তা মুখ্যমন্ত্রীর ৷ রাজ্য়ের ভাবনাকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ দ্বিধা রয়েছে অভিভাবকদের মধ্যে ৷

Doctors support the decision to reopen schools after Puja
Covid Situation : পুজোর পর স্কুল-কলেজ খোলার ইঙ্গিত, রাজ্য়ের ভাবনায় সায় বিশেষজ্ঞদের একাংশের

By

Published : Aug 5, 2021, 8:04 PM IST

কলকাতা, 5 অগস্ট : পুজোর পর থেকেই কি রাজ্যে খুলে যাবে সমস্ত স্কুল, কলেজ ? অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের সময়েই একথা বলেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, একদিন অন্তর স্কুল খোলার কথা ভাবা হচ্ছে ৷ তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি ৷ প্রশ্ন উঠছে, রাজ্য়ের এই উদ্যোগ কতটা যুক্তিযুক্ত ? কারণ, এর আগে দিল্লি, পঞ্জাবেও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরই বেড়ে যায় করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাংলাতেও একই ঘটনা ঘটবে না তো ? বিশেষজ্ঞদের একাংশ কিন্তু তেমনটা মনে করছে না ৷ বরং রাজ্য সরকারের এই ভাবনাকে ইতিবাচক হিসাবেই ধরছেন তাঁরা ৷

আরও পড়ুন :সরকারি নিয়ম অমান্য করে চলছে খুদেদের স্কুল

চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায় যেমন মনে করেন, এবার অন্তত একে একে স্কুল, কলেজ খোলা উচিত ৷ তবে অবশ্যই তার আগে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করতে হবে ৷ করোনা আবহে পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে ৷ যাতে আখেরে তাদের ক্ষতিই হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের মত ৷ চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায় বলেন, ‘‘আপাতত করোনার প্রকোপ অনেকটাই কমেছে ৷ টিকাকরণের কাজও চলছে জোরকদমে ৷ পুজোর পর অধিকাংশ মানুষকেই টিকা দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে ৷ ফলে সপ্তাহে অন্তত দু’দিনও যদি স্কুল, কলেজে ক্লাস নেওয়া হয়, তো সেটা ভাল ৷ পড়ুয়াদের পড়াশোনার স্বাভাবিক জীবনে ফেরানোটা অবিলম্বে দরকার ৷’’

অনেকেরই আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ আসন্ন ৷ কিন্তু চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায় মনে করেন, এই পুরো সিদ্ধান্তটাই একটা ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে ৷ কোনও প্রমাণ নেই ৷ আর অতিমারির নিয়মই হল, একটা দীর্ঘ সময় ধরে টিকে থাকার পর ধীরে ধীরে তার প্রভাব কমতে থাকে ৷ করোনার ক্ষেত্রে তেমন লক্ষণ এখনই দেখা যাচ্ছে ৷ তাই সতর্ক থাকা জরুরি হলেও অতিরিক্ত ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷

আরও পড়ুন :Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

তবে এ তো গেল চিকিৎসকের বক্তব্য ৷ আমজনতা, বিশেষ করে অভিভাবকরা কী ভাবছেন, সেটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৷ বাস্তবে দেখা যাচ্ছে, অভিভাবকদের মধ্যে মতবিরোধ রয়েছে ৷ তাঁদের একাংশ চাইছেন, পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চালু হোক স্কুল, কলেজ ৷ বাকিরা চাইছেন, করোনা সমূলে শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকুক শিক্ষা প্রতিষ্ঠান ৷ কিন্তু সেই ভাবনা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন অবধারিতভাবেই এসে যায় ৷ কারণ, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশের খুব সামান্য কিছু মানুষ ছাড়া বাকিদের পক্ষে ছেলেমেয়েকে অনলাইনে পড়াশোনা করানো কার্যত অসম্ভব ৷

ABOUT THE AUTHOR

...view details