কলকাতা, 5 অগস্ট : পুজোর পর থেকেই কি রাজ্যে খুলে যাবে সমস্ত স্কুল, কলেজ ? অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের সময়েই একথা বলেন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, একদিন অন্তর স্কুল খোলার কথা ভাবা হচ্ছে ৷ তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি ৷ প্রশ্ন উঠছে, রাজ্য়ের এই উদ্যোগ কতটা যুক্তিযুক্ত ? কারণ, এর আগে দিল্লি, পঞ্জাবেও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু তারপরই বেড়ে যায় করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাংলাতেও একই ঘটনা ঘটবে না তো ? বিশেষজ্ঞদের একাংশ কিন্তু তেমনটা মনে করছে না ৷ বরং রাজ্য সরকারের এই ভাবনাকে ইতিবাচক হিসাবেই ধরছেন তাঁরা ৷
আরও পড়ুন :সরকারি নিয়ম অমান্য করে চলছে খুদেদের স্কুল
চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায় যেমন মনে করেন, এবার অন্তত একে একে স্কুল, কলেজ খোলা উচিত ৷ তবে অবশ্যই তার আগে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা করতে হবে ৷ করোনা আবহে পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হচ্ছে ৷ যাতে আখেরে তাদের ক্ষতিই হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের মত ৷ চিকিৎসক গৌতম মুখোপাধ্য়ায় বলেন, ‘‘আপাতত করোনার প্রকোপ অনেকটাই কমেছে ৷ টিকাকরণের কাজও চলছে জোরকদমে ৷ পুজোর পর অধিকাংশ মানুষকেই টিকা দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে ৷ ফলে সপ্তাহে অন্তত দু’দিনও যদি স্কুল, কলেজে ক্লাস নেওয়া হয়, তো সেটা ভাল ৷ পড়ুয়াদের পড়াশোনার স্বাভাবিক জীবনে ফেরানোটা অবিলম্বে দরকার ৷’’