কলকাতা, 14 মার্চ : ডান কাঁধের পিছনে ছুরির পুরোটাই গেঁথে গিয়েছিল। বাইরে থেকে শুধুমাত্র ছুরির হাতল দেখা যাচ্ছিল। এমনকি ছুরির শেষ প্রান্ত ফুসফুসের একদম কাছে বিঁধে ছিল ৷ এমন অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি এক হাসাপাতালের এমার্জ়েন্সিতে ভর্তি হন বছর 49’র এক ব্যক্তি ৷ ওই অবস্থায় সফল অস্ত্রোপচার করে প্রাণরক্ষা হল ওই ব্যক্তির ৷ গত 10 মার্চ রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷
হাসপাতাল সূত্রে খবর, 10 মার্চ রাতে যখন ওই ব্যক্তিকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তাঁর ডান কাঁধের উপর থেকে লম্বাভাবে ছুরিটি গেঁথে ছিল ৷ ওই অবস্থায় তাঁকে এমার্জেন্সিতে ভর্তি করানো হয় ৷ ছুরির হাতল ছাড়া আর কিছুই বাইরে থেকে দেখা যাচ্ছিল না ৷ আর ক্রমাগত রক্তপাত হচ্ছিল ৷ এই অবস্থায় তাঁর শারীরিক পরীক্ষা করে দেখা যায় ছুরিটি ফুসফুসের খুব কাছে আটকে রয়েছে ৷ ফলে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর রক্তচাপও অনেক বেশি ছিল ৷ এমন কঠিন পরিস্থিতিতে দীর্ঘক্ষণের চেষ্টায় ছুরিটি অস্ত্রোপচার করে বার করা হয়েছে ৷