পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডান কাঁধের পিছনে গেঁথে ছুরি, সফল অস্ত্রোপচার প্রাণরক্ষা এক ব্যক্তি - সফল অস্ত্রোপচার

গত 10 মার্চ ডান কাঁধের পিছনে ছুরি গাঁথা অবস্থায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি ৷ ফুসফুস থেকে প্রায় হাফ ইঞ্চি দূরে সেটি গেঁথে ছিল ৷ এই অবস্থায় সফল অস্ত্রোপচার করে ওই ব্যক্তির প্রাণরক্ষা করলেন চিকিৎসকরা ৷ তবে, কীভাবে এই ছুরি ওই ব্যক্তির শরীরে ঢুকেছিল, এ নিয়ে কিছু জানাতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ৷

Doctors saved the life of a person in a successful operation in kolkata
ডান কাঁধের পিছনে গেঁথে ছুরি, সফল অস্ত্রোপচার প্রাণরক্ষা এক ব্যক্তি

By

Published : Mar 14, 2021, 1:27 PM IST

কলকাতা, 14 মার্চ : ডান কাঁধের পিছনে ছুরির পুরোটাই গেঁথে গিয়েছিল। বাইরে থেকে শুধুমাত্র ছুরির হাতল দেখা যাচ্ছিল‌। এমনকি ছুরির শেষ প্রান্ত ফুসফুসের একদম কাছে বিঁধে ছিল ৷ এমন অবস্থায় ঢাকুরিয়ার বেসরকারি এক হাসাপাতালের এমার্জ়েন্সিতে ভর্তি হন বছর 49’র এক ব্যক্তি ৷ ওই অবস্থায় সফল অস্ত্রোপচার করে প্রাণরক্ষা হল ওই ব্যক্তির ৷ গত 10 মার্চ রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷

হাসপাতাল সূত্রে খবর, 10 মার্চ রাতে যখন ওই ব্যক্তিকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তাঁর ডান কাঁধের উপর থেকে লম্বাভাবে ছুরিটি গেঁথে ছিল ৷ ওই অবস্থায় তাঁকে এমার্জেন্সিতে ভর্তি করানো হয় ৷ ছুরির হাতল ছাড়া আর কিছুই বাইরে থেকে দেখা যাচ্ছিল না ৷ আর ক্রমাগত রক্তপাত হচ্ছিল ৷ এই অবস্থায় তাঁর শারীরিক পরীক্ষা করে দেখা যায় ছুরিটি ফুসফুসের খুব কাছে আটকে রয়েছে ৷ ফলে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর রক্তচাপও অনেক বেশি ছিল ৷ এমন কঠিন পরিস্থিতিতে দীর্ঘক্ষণের চেষ্টায় ছুরিটি অস্ত্রোপচার করে বার করা হয়েছে ৷

আরও পড়ুন : বুকে গেঁথেছিল মাছ ধরার ফলা, সফল অস্ত্রোপচার RG করে

বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক সোহম মজুমদার জানিয়েছেন, ‘‘সৌভাগ্যবশত ছুরির ফলাটা সরাসরি ফুসফুসে গিয়ে আঘাত করেনি ৷ কেবল একটি হাড়ে গিয়ে আঘাত করে ৷ ফলে ওই হাড়ে কয়েকটি ফ্র্যাকচার হয়েছে ৷ তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ৷’’ তবে, প্রশ্ন উঠছে কে এই ব্যক্তি? কীভাবেই বা তার শরীরে এই ছুরি ঢুকল ? এ নিয়ে কোনও জবাব হাসপাতাল কর্তৃপক্ষ দিতে চায়নি ৷ এমনকি পুলিশের তরফেও কোনও মন্তব্য করা হয়নি ৷ মনে করা হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে পিছন থেকে ছুরিটিকে কাঁধের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল ৷ বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন ৷ গত শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details