কলকাতা, 5 জুলাই : দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার এবং মেডিকেল পড়ুয়াদের । স্বাস্থ্যভবনের বৈঠক কার্যত ফলপ্রসূ না হওয়ার পর ফের অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় । এই পরিস্থিতিতে, শুধুমাত্র COVID-19 রোগীদের চিকিৎসার জন্য আরও একটি বিল্ডিং চালুর সিদ্ধান্ত প্রত্যাহারে কর্তৃপক্ষকে তাঁরা বাধ্য করেছেন। রবিবার বৃষ্টি উপেক্ষা করেই দাবি পূরণের লক্ষ্যে অনড় অবস্থান বজায় রাখলেন তাঁরা ।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এর ফলে এখানে যাঁরা COVID-19-এ আক্রান্ত হননি তাঁদের চিকিৎসা করা হচ্ছে না । COVID-19-এর পাশাপাশি নন-COVID-19 রোগীদের জন্যেও যাতে চিকিৎসা পরিষেবা চালু করা হয় এবং মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ যাতে শুরু করা হয়, মূলত এই দুই দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন শুরু করেছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া, ইন্টার্ন ডাক্তার, হাউসস্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তাররা । দাবি পূরণের লক্ষ্যে আন্দোলনকে আরও জোরদার করতে, বৃহস্পতিবার থেকে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করেছেন আন্দোলনরতরা । দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন জারি রাখছেন তাঁরা।
পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য এবং স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি তমালকান্তি ঘোষ আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন । কিন্তু, বৈঠক ফলপ্রসূ হয়নি ।
এরপর শনিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্য একটি বিল্ডিংয়ে COVID-19 রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকদের রোস্টার তৈরি করে কর্তৃপক্ষ । বিষয়টি জানার পরে হাসপাতালের MSVP-কে ঘেরাও করেন আন্দোলনকারীরা । অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
বৃষ্টি উপেক্ষা করেই দাবিতে অনড় মেডিকেলের আন্দোলনরতরা - কলকাতা মেডিকেলে আন্দোলন ডাক্তারদের
COVID-19-এর পাশাপাশি নন-COVID-19 রোগীদের জন্যেও যাতে চিকিৎসা পরিষেবা চালু করা হয় এবং মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ যাতে শুরু করা হয়, মূলত এই দুই দাবিতে আন্দোলন চলছে কলকাতা মেডিকেলে ।
student's agitation at Kolkata Medical
স্বাস্থ্যভবনের বৈঠকে এর আগে যে এক্সপার্ট কমিটি গঠনের কথা বলা হয়েছিল, সেই কমিটিতে আন্দোলনরত চিকিৎসকদের তরফে দুই প্রতিনিধিকেও রাখা হয়েছে । আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ অবস্থান চলবে । রবিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করেই মেডিকেল কলেজ ও হাসপাতালের এমারজেন্সি বিভাগের কাছে নিউ হস্টেলের সামনে চলছে তাঁদের এই অবস্থান ।