কলকাতা, 4 মার্চ: প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যেই প্রকাশ করতে হবে প্রাথমিকের প্য়ানেল ৷ বৃহস্পতিবারের নির্দেশ মোতাবেক, উল্লেখিত সময়সীমার মধ্যেই সমস্ত ডিআই, ডিপিএসসি ও কাউন্সিল অফিসে টাঙাতে হবে প্য়ানেলভুক্ত চাকরিপ্রার্থীদের নামের তালিকা ৷
প্রাথমিকে নিয়োগের উপর জারি স্থগিতাদেশ প্রত্য়াহার - প্রাথমিক শিক্ষক নিয়োগ
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে একাধিক অস্বচ্ছতার অভিযোগে রুজু হয়েছে বহু মামলা ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সেই মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগের উপর জারি থাকবে স্থগিতাদেশ ৷ ফলে 16 হাজার 500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷ বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ প্রত্য়াহার করে নেয় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ।
প্রসঙ্গত, এর আগে 15 হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ কিন্তু সেই মেধাতালিকায় অস্বচ্ছতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেইসব মামলার পরিপ্রেক্ষিতেই গত 22 ফেব্রুয়ারি প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷
বিচারপতি ভরদ্বাজ জানান, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জারি থাকবে স্থগিতাদেশ ৷ ফলে 16 হাজার 500টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷ আতান্তরে পড়ে যান চাকরিপ্রার্থীরা ৷ বিপাকে পড়ে যায় পর্ষদ কর্তৃপক্ষও ৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অ্য়াপিল করে তারা ৷ তারই ভিত্তিতে বৃহস্পতিবার সেই স্থগিতাদেশ প্রত্য়াহারের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি, জানানো হয়, এর আগে যে 15 হাজার 284 জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাতে একটি সংশোধনীও যোগ করতে হবে ৷ লিখতে হবে, সিঙ্গল বেঞ্চে রুজু হওয়া মামলাগুলির রায়ের উপরই নির্ভর করবে চাকরির ভবিষ্যৎ ৷