কলকাতা, 9 এপ্রিল : "আমরা পৌরসভা চাইনি। চেয়েছি লোকসভার আসনটা।" গতকাল ভাটপাড়া পৌরসভার অনাস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পর এই মন্তব্য করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল ভাটপাড়ার আস্থা ভোটে 22-11-তে পরাজিত হন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং। জয়ী হয় তৃণমূল।
লোকসভা চেয়েছি, পৌরসভা নয়; অর্জুনের হারের পর বললেন দিলীপ - bjp
"যেহেতু তৃণমূল সরকারে আছে। তাই সমস্ত সুবিধা ওরাই পাচ্ছে। আর আমরা লোকসভা চেয়েছি।" ভাটপাড়া পৌরসভায় অনাস্থা ভোটে হার প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ।
অর্জুন সিং এবিষয়ে বলেন, "ধ্বনি ভোটে নয়। যদি গোপন ব্যালটে ভোট হত, তাহলে আমি জিতে যেতাম।" এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "যেহেতু তৃণমূল সরকারে আছে, তাই সমস্ত সুবিধা ওরাই পাচ্ছে। আর যে সমস্ত কাউন্সিলররা এখন তৃণমূলে যাচ্ছে, লোকসভা ভোটটা হয়ে যাক। সব এদিকেই ফিরে আসবে।"
রানাঘাট লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থী মকুটমণি অধিকারী। স্বাস্থ্য দপ্তর এখনও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি। এই কেন্দ্রের প্রার্থী নিয়ে তৈরি হয়েছে জাটিলতা। এদিকে আজই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এবিষয়ে দিলীপবাবু বলেন, "এই কেন্দ্রে লাইনে BJP-র অনেক লোকই তৈরি আছে। যদি শেষ পর্যন্ত সমস্যা তৈরি হয়, তা হলে দলের অন্য কাউকে প্রার্থী করা হবে। লড়াই হবে। BJP জিতবে। নামের লিস্ট লম্বা আছে। আমরা যে নামের তালিকা তৈরি করেছিলাম। সেটা রেডি আছে।"