কলকাতা, 22 জুলাই : সবে বক্তব্য শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো । পিছন দিকটা হঠাৎই খালি হতে শুরু করল । কেউ যাচ্ছেন ঘুরতে, কেউ আবার গুটি গুটি পায়ে ফিরছেন বাড়ি । সভার 'কঙ্কাল' বেরিয়ে আসছে দেখে প্রথমেই মমতা বলে দিলেন, "সভা শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ।" আর ওদিকে মাইকে ঘোষণা চলছে, "চিড়িয়াখানা বন্ধ । আড়াইটের পর খুলবে ।" মাঝে শহিদ দিবসের মঞ্চে শুধুই মমতা VS BJP । 50 মিনিটের বক্তব্যে BJP-র জন্য কমপক্ষে 40 মিনিট খরচ করলেন মমতা ব্যানার্জি । সবশেষে নিজেই কাঁধ চওড়া করে বললেন, "গতবারের ভিড়কেও ছাপিয়ে গেছে ।" যদিও বাস্তব তা বলছে না । মমতার দাবি মানতে নারাজ BJP-ও ।
এই সংক্রান্ত আরও খবর : একুশের মঞ্চে 21-এর সুর বাঁধলেন মমতা
শহিদ-স্মরণে সভা শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি অনুষ্ঠানকে 'ফ্লপ' আখ্যা দেন । বলেন, "আজকের মেগা ফ্ল-শো । ভাবছিলাম কী বলবেন ! সার্কাস শেষ হল হতাশজনক ভাবে । বহু লোক হতাশ হয়েছেন । তৃণমূল নেত্রীর ভাষণও হতাশার ছিল । সমস্ত দোষ দিলীপ ঘোষ ও BJP-র । পার্টি ভেঙে যাচ্ছে, কাটমানি খাচ্ছেন নেতারা, তাতে ওঁদের কোনও দায় নেই । সব দায় যেন আমাদের । রেকর্ড ভিড় এবারও হয়েছে । 26 বছরের মধ্যে সবচেয়ে কম লোক হয়েছে এবার । খুব কষ্ট করে সারাবছর একটা প্রোগ্রাম করেন । তার যা দুর্দশা...TMC-র হাড়-পাঁজর বেরিয়ে গেছে । লোকসভায় মানুষ সংকেত দিয়েছে । উনি বুঝতে পারেননি । এবার একটু চিন্তাভাবনা করুন ।"
এই সংক্রান্ত আরও খবর : ও শিক্ষামন্ত্রী, ও মুখ্যমন্ত্রী কীসের এত ভয় ? গান বাঁধলেন অনশনকারী শিক্ষকরা
চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা ব্যানার্জি । ব্রিগেডে যাওয়ার আহ্বান জানিয়ে একাধিক জায়গায় তৃণমূল কর্মীরা দেওয়াল লিখেছিলেন । লিখেছিলেন, 'ডিম্ভাত' খাওয়ানো হবে । আর এরপর থেকে 'ডিম্ভাত' চর্চার বিষয় । ধর্মতলার অনুষ্ঠান শেষেও 'ডিম্ভাত'-র চর্চা বজায় থাকল । দিলীপ ঘোষ বললেন, "সভায় লোক কম । ডিম-ভাত নষ্ট হয়ে গেছে । সায়ন্তনদা (রাজ্য BJP সাধারণ সম্পাদক সায়ন্তন বসু) বলছিলেন, বিশ্ব ডিম-ভাত দিবস 21 জুলাই । রাত জেগে ডিম-ভাত রান্না হয়েছিল । 2টোর জায়গায় 4টে ডিমও খেতে হয়েছে অনেককে । আমাদের খুব কষ্ট হয়েছে । বলতে পারতেন । লোক পাঠাতাম । ভিড়ও হয়ে যেত । খাওয়ারও নষ্ট হত না । আগামীদিনে খেয়াল রাখব । সহযোগিতা করতে পারব । আপনার সভায় লোক না ভরলে বলুন, BJP সভা ভরিয়ে দেবে ।"
এই সংক্রান্ত আরও খবর : কালো টাকা ফিরবে কবে? ব্যালটে ভোট চেয়ে 21-এর মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা
গতকালের সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, "আগে কালোটাকা ফেরান ।" পালটা দেন দিলীপ । বলেন, "আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, কোথাও কালোটাকা থাকলে প্রমাণ করুন । আপনারা স্লোগান দিয়েছিলেন, 'চৌকিদার চোর হ্যায় ।' সমাজের লোক আপনাদের আয়না দেখিয়ে দিয়েছে । রাফেল গান্ধি (পড়ুন রাহুল গান্ধি) সবথেকে বেশি চিন্তা করেছিলেন । তিনি আজ কোথায় ? তাঁর পার্টি তো বিরোধী আসনে বসার সুযোগই পায়নি । তিনি আজকাল সংসদে আসেন না । মানুষ জানে কোনটা ঠিক, কোনটা ভুল । আপনার হাতে আইন আছে, ক্ষমতা আছে । আপনি তদন্ত করুন । ঠিকঠাক তদন্ত হলে তৃণমূলের কোনও নেতা, মন্ত্রী বাইরে থাকবে না । জেলে ঢুকবে ।"
মমতা ব্যানার্জিকে আক্রমণ করে কী বললেন দিলীপ ঘোষ ?