পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গে বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সঙ্ঘাত নয়া মোড় নিল ৷ মন্ত্রিসভার প্রস্তাব মেনে আগামী 7 মার্চ রাত 2টোয় অধিবেশন ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal) ৷

dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal
Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

By

Published : Feb 24, 2022, 3:22 PM IST

Updated : Feb 24, 2022, 4:09 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশন ডাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভার প্রস্তাব মেনে নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বৃহস্পতিবার টুইট করেই তিনি সেই কথা জানিয়েছেন ৷ তাঁর দাবি, সরকারি প্রস্তাব মেনেই তিনি আগামী 7 মার্চ রাত 2টোয় বাজেট অধিবেশন ডাকার অনুমতি দিয়েছেন (dhankhar summons wb assembly budget session at 2am on 7th march as per mamata cabinet proposal) ৷ একই সঙ্গে এটাও জানিয়েছেন যে এভাবে মাঝরাতে অধিবেশন ডাকার ঘটনা নজিরবিহীন৷ আর তা ইতিহাস তৈরি করবে ৷

কয়েকদিন আগে রাজ্যপাল টুইট করে জানিয়েছিলেন যে সংবিধানকে অমান্য করে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে বাজেট অধিবেশন ডাকতে চায় রাজ্য সরকার ৷ তাই মন্ত্রিসভায় প্রস্তাব পাস না করিয়েই বাজেট অধিবেশন ডাকার অনুমোদনের ফাইল তাঁর কাছে পাঠানো হয় ৷ তিনি সংবিধান মেনে তা সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন ৷

তার পর এই ইস্যুতে চাপানউতোর চলছিল ৷ প্রশাসনের একটি মহল থেকে শোনা গিয়েছিল যে মন্ত্রিসভায় পাস হওয়া প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে ৷ কিন্তু গতকাল রাজ্যপাল জানিয়েছিলেন যে তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসেনি ৷

এর পর বৃহস্পতিবার সকালের দিকে রাজ্যপাল একটি টুইট করেন ৷ সেখানে জানানো হয়, মখ্যসচিবকে রাজভবনে ডাকা হয়েছে বিধানসভার অধিবেশন ডাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ৷

তার কয়েক ঘণ্টা পরই রাজ্যপাল বাজেট অধিবেশন ডাকার সরকারি প্রস্তাবে সায় দেন ৷ আর আগামী 7 মার্চ অধিবেশন রাত 2টোয় ডাকার নির্দেশ দেন ৷ সেই সংক্রান্ত নথি তিনি টুইটারে দিয়েছেন ৷ সঙ্গে লিখেছেন যে সংবিধান মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে রাত 2টোয় অধিবেশন ডাকা নজিরবিহীন ও এটা ইতিহাস তৈরি করবে ৷ কিন্তু যেহেতু এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই প্রস্তাবে সম্মত হলেন ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সরকারি এই প্রস্তাবে যা লেখা হয়েছে, তা নিশ্চিতভাবেই ছাপার ভুল ৷ কিন্তু কৌশলে রাজ্যপাল সেই ভুলকেই হাতিয়ার করলেন ৷ তবে মুখ্যসচিবকে তিনি তলব করে হয়তো এই বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷ তিনি সম্ভবত রাজভবনে যাননি ৷ তাই রাজ্যপালও সময়ের ‘ভুল’ থাকা প্রস্তাবে সই করে নতুন বিতর্ক তৈরি করলেন ৷

পরের একটি টুইটে সেই ব্যাখ্যাও দিয়েছেন রাজ্যপাল ৷ তিনি জানিয়েছেন, মাঝরাতে অধিবেশন ডাকার বিষয়টি তাঁর কাছে অস্বাভাবিক ঠেকেছিল ৷ তাই তিনি মুখ্যসচিবকে ডেকেছিলেন ৷ কিন্তু স্বাভাবিকভাবেই তিনি আসেননি ৷ সেই কারণে তিনি মন্ত্রিসভার প্রস্তাবে সায় দিয়েছেন ৷

কিন্তু এর শেষ পরিণতি কোথায়, অধিবেশনের সময় কি তিনি নতুন করে বদল করবেন ! নাকি ইতিহাস তৈরি হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় !

আরও পড়ুন :Dhankhar-Mamata New Conflict : বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী নয়া সংঘাত

Last Updated : Feb 24, 2022, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details