পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোটের ঢাকে কাঠি, 17-য় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার

রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ৷ চলতি মাসের 17 তারিখ তিনি রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে ।

Deputy election commissioner
সুদীপ জৈন

By

Published : Dec 11, 2020, 10:30 PM IST

Updated : Dec 11, 2020, 11:06 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : ভোট বাকি কয়েক মাস । হাওয়া গরম । তেড়েফুঁড়ে ময়দানে গেরুয়া শিবির । পালটা লম্ফঝম্ফে পিছিয়ে নেই ঘাসফুল ব্রিগেডও । এমতবস্থায় ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নিতে রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি মাসের 17-ই তিনি রাজ্যে পা রাখবেন । থাকবেন 19 তারিখ পর্যন্ত । 18 তারিখ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসতে পারেন । বৈঠক করতে পারেন রাজ্যের পদস্থ প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সঙ্গেও ।

কোরোনা পরিস্থিতির মধ্যে কীভাবে ভোটগ্রহণ হবে তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর । ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কি না সে নিয়েও আলোচনা হতে পারে । কারণ কোরোনা পরিস্থিতির কারণে বিহার বিধানসভার নির্বাচনে 2015 সালের তুলনায় বুথের সংখ্যা ৬৩ শতাংশ বাড়ানো হয়েছিল । গণনার সময়ও করা হয়েছিল একাধিক পদক্ষেপ ।

ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে । এই মুহূর্তে ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণের কাজ চলছে বলে কমিশন সূত্রে খবর । চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে ১৫ জানুয়ারি । ভোটার তালিকা ইশুতেও আলোচনা সেরে নিতে পারেন সুদীপ জৈন । আর তিনি ফিরে যাওয়ার পর শিগগিরই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ হয়তো ।

Last Updated : Dec 11, 2020, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details