কলকাতা, 20 অগস্ট : স্নাতকে ভর্তির আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য শিক্ষা দফতর ৷ আজ থেকে মোট 7 দিনের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে উচ্চ শিক্ষা দফতর ৷ এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, 31 অগস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে কলেজগুলিকে ৷ আর এক মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে কলেজের ক্লাস চালু করতে হবে ৷ প্রসঙ্গত, আজই কলেজে ভর্তির আবেদনের শেষ তারিখ ছিল ৷
প্রসঙ্গত, জুলাই মাসের 22 তারিখ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছিল ৷ যেখানে প্রায় 99 শতাংশ পরীক্ষার্থীকে পাশ করিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কিন্তু, বাকি যে এক শতাংশ পড়ুয়া পাশ করতে পারেনি, তারা পাশ করানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করতে শুরু করে ৷ রাস্তা অবরোধ থেকে শুরু করে স্কুলে ঢুকে ভাঙচুর পর্যন্ত চলে ৷ একের পর এক ঘটনায় কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল শিক্ষা দফতরের ভূমিকা ৷