কলকাতা, 7 অক্টোবর: ফের ডেঙ্গিতে মৃত্যু হল এক মহিলার । মৃতের নাম অর্চনা দেবী (29)। উত্তরপ্রদেশে বাসিন্দা ওই মহিলা পুজোতে দক্ষিণ কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন (Dengue Death in Kolkata)। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় দশমীর দিন এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে সেখানে মৃত্যু হয় তাঁর।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন অর্চনা । পরীক্ষায় ডেঙ্গির রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি দেখে তাঁকে ভর্তি করা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে ততক্ষণে তাঁর প্লেটরেট অনেকটাই কমে গিয়েছিল। তারে জেরেই বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয় সেখানে ।
Dengue Death in Kolkata: উৎসব কাটতেই না কাটতেই শহরে ডেঙ্গির বলি 1 - উৎসব কাটতেই না কাটতেই শহরে ডেঙ্গির বলি 1
শহরে ফের ডেঙ্গির বলি 1 ৷ মৃত অর্চনা দেবী উত্তরপ্রদেশের বাসিন্দা (Dengue Death in Kolkata) ৷ ডেঙ্গি আক্রান্ত হয়ে দশমীর দিন শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷
আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, নববধূর পর এবার মৃত্যু বৃদ্ধার
প্রসঙ্গত, স্বাস্থ্যভবন সূত্রে খবর বৃহস্পতিবার রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 607 জন। এখনও অবধি 701 জন ডেঙ্গি রোগী সরকারি হাসপাতালে ভর্তি। উৎসবে মরশুমে ডেঙ্গি বৃদ্ধির আশঙ্কা ছিল। তবে এবছর পুজোয় ডেঙ্গিকে রোধ করার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে । মাইকিং এর পাশাপাশি ফ্লেক্স রাখা হয়েছিল বেশ কিছু পুজো মণ্ডপে। এছাড়াও বেসরকারি কিছু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মণ্ডপে ডেঙ্গি টেস্টের ব্যবস্থাও ছিল। কিন্তু দুর্গাপুজো মিটতে না মিটতেই ডেঙ্গিতে মহিলার মৃত্যু চিন্তায় রাখবে প্রশাসনকে ।
TAGGED:
Dengue Death in Kolkata