পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা : মেডিকেল কলেজগুলিতে অন্য রোগীদের চিকিৎসার দাবি - COVID মেডিকেল কলেজ

কোরোনা হাসপাতাল হিসাবে চালু থাকা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে অন্য রোগীদের চিকিৎসার দাবি উঠল ৷ পাশাপাশি COVID-19 রোগীদের ওয়ার্ডে MBBS-এর পড়ুয়াদের দিয়ে কাজ করানো যাবে না বলেও দাবি তুলল AIDSO-র মেডিকেল ইউনিট ৷

covid designated medical colleges
কোরোনা হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসার দাবি৷

By

Published : Jun 23, 2020, 12:56 AM IST

কলকাতা, 23 জুন : বর্তমানে কোরোনা হাসপাতাল হিসাবে চালু থাকা মেডিকেল কলেজগুলিতে অন্য রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে । সেখানকার মেডিকেল পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের পড়াশোনা এবং হাতে-কলমে কাজ শেখার ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে । COVID-19 রোগীদের ওয়ার্ডে MBBS-এর পড়ুয়াদের দিয়ে কাজ করানো যাবে না । সোমবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে এমনই দাবি পেশ করে ছাত্র সংগঠন AIDSO-র মেডিকেল ইউনিট ৷ তারা হুঁশিয়ারি দেয়, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠন ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সাগর দত্ত হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্তমানে কোরোনা হাসপাতালে পরিণত হয়েছে ৷ ফলে, সেখানকার জুনিয়র ডাক্তাররা বিভিন্ন বিভাগের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন । এছাড়া কোরোনা হাসপাতাল হওয়ায় এইসব হাসপাতালে অন্য রোগীদের চিকিৎসা করা হচ্ছে না । গতকাল এরই বিরোধিতা করে AIDSO ৷

AIDSO-র মেডিকেল সাব কমিটির আহ্বায়ক চিকিৎসক সামস্ মুসাফির জানান, কোরোনা হাসপাতালগুলিতে COVID-19 রোগীদের পাশাপাশি স্বাস্থ্যবিধি বজায় রেখে অন্য রোগীদের চিকিৎসার দাবিতে ও মেডিকেল পড়ুয়াদের তথা জুনিয়র ডাক্তারদের পড়াশোনা এবং হাতেকলমে কাজ শেখানোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবিতে সোমবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছে ।

এই প্রসঙ্গে AIDSO-র রাজ্য কমিটির সদস্য চিকিৎসক কবিউল হক বলেন, "কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে যেভাবে একটি টিচিং ইনস্টিটিউটকে পুরোপুরি কোরোনা হাসপাতাল করা হয়েছে, আমরা এর বিরুদ্ধে ।COVID-19 রোগী থাকুক ৷ পাশাপাশি নন-COVID-19 রোগীদের জন্যেও সুচিকিৎসার ব‍্যবস্থা করতে হবে । কারণ, টিচিং ইনস্টিটিউটে ইন্টার্ন, হাউস স্টাফ, PGT (পোস্ট গ্র‍্যাজুয়েট ট্রেনি)-দের পড়াশোনা এবং তাঁদের ট্রেনিংয়ের জন্য যথাযথ ব‍্যবস্থা করাও প্রয়োজন । যাতে রোগীরা কষ্ট না পান, তার জন্য নন-COVID-19 রোগীদের জন্য চিকিৎসার ব‍্যবস্থা করতে হবে । COVID-19 ও নন-COVID-19 রোগীদের জন্যে পৃথক জ়োনের ব‍্যবস্থা রাখতে হবে ।"

ABOUT THE AUTHOR

...view details