পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মিলল নিরাপত্তা ছাড়পত্র, শীঘ্র ঘুরবে দক্ষিণেশ্বর মেট্রোর চাকা - দক্ষিণেশ্বর মেট্রো

নিরাপত্তা সংক্রান্ত ছাড়়পত্র পেয়ে গেল নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্প ৷ বুধবার সেই চিঠি কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায় ৷ ফলে খুব শীঘ্রই দক্ষিণেশ্বরের বহু প্রতিক্ষিত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে ৷

crs-cleared-of-noapara-dakhineswar-metro
মিলল নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র, শীঘ্র শুরু হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো

By

Published : Feb 11, 2021, 5:46 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সার্টিফিকেট অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত ছাড়পত্র মিলল। আজ একথা জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী ৷ বুধবার সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত এই ছাড়পত্র মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায় ৷ ফলে দ্রুত দক্ষিণশ্বরের মেট্রো পরিষেবা চালু হতে চলেছে বলেই মনে করা হচ্ছে ৷

আজ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী বলেন, ‘‘বুধবার সন্ধ্যায় সিআর-এর ছাড়পত্র পেয়েছি। এবার যে কোনও দিন বাণিজ্যিকভাবে চালু হয়ে যেতে পারে এই অংশের মেট্রো পরিষেবা।’’ কবে হতে পারে নোয়াপাড়া-বরানগর-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন ? এই বিষয়ে তিনি জানান, ‘‘এবার আমাদের তরফ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চিঠি দেওয়া হবে। তারপর উদ্বোধনের চূড়ান্ত দিন স্থির করা হবে।’’ ফলে খুব শীঘ্রই শহরের দুই প্রান্ত মেট্রো পরিষেবার মাধ্যমে জুড়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : কলকাতা মেট্রোর নোয়াপাড়া-দক্ষিণেশ্বর অংশের পরিদর্শনে কমিশনার অফ রেলওয়ে সেফটি

গত 5 ফেব্রুয়ারি কমিশনার অফ রেলওয়ে সেফটির টিম নোয়াপড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে তৈরি স্টেশনগুলির সার্বিক কাজ ও নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেখতে, পরিদর্শনে আসেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি শৈলেশকুমার পাঠক। তারপরেই গতকাল সন্ধ্যায় এই ছাড়পত্র পেল দক্ষিণেশ্বর মেট্রো ৷

ABOUT THE AUTHOR

...view details