পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাশ্মীরি ছাত্রদের নিয়ে ইডেন দর্শনে CRPF - jawans

ইডেন গার্ডেন্সে কাশ্মীরের স্কুল পড়ুয়াদের নিয়ে ভ্রমণে CRPF। পুলিশি পাহারায় সশস্ত্র CRPF জওয়ানের সঙ্গে তাঁদের ভিতরে পাঠানো হয়।

কাশ্মীরি পড়ুয়াদের সঙ্গে CRPF

By

Published : Feb 20, 2019, 10:21 PM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : কাশ্মীরের স্কুল পড়ুয়াদের নিয়ে কলকাতা ভ্রমণে CRPF। ঘোরার মাঝেই ইডেন গার্ডেন্স ঘুরে গেলেন তাঁরা। ক্রিকেটের নন্দন কাননে কড়া নিরাপত্তায় তাঁদের নিয়ে আসে CRPF জওয়ানরা। পুলওয়ামা ঘটনায় ৪৫ জন CRPF জওয়ানের মৃত্যুর হয়। আত্মঘাতী হামলা চালায় কাশ্মীরের স্থানীয় যুবক জইশ-ই-মহম্মদের আদিল দার। তারপরও CRPF-এর এই আচরণে আপ্লুত ক্রীড়াপ্রেমীরা।

গত বছরের শেষের দিকে কাশ্মীরি স্কুল ছাত্রদের ভারত দর্শন করানোর পরিকল্পনা করেছিল CRPF। সেই উদ্যোগ সফল করতে সফর এখন চলছে। পুলিশি পাহারায় সশস্ত্র CRPF জওয়ানের সঙ্গে তাঁদের ভিতরে পাঠানো হয়। ছবি তুলতে গেলেও তাঁদের বাধা দেওয়া হয়। নিরাপত্তার কোনও খামতি না রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details