কলকাতা, 28 অগস্ট :করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে অনিচ্ছুক নাগরিকদের এবার ফোন করে ডেকে টিকা নেওয়াবে কলকাতা পৌরনিগম ৷ বিশেষ করে যাঁদের টিকা নেওয়ার (দ্বিতীয় ডোজ) সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও টিকা নেননি, তাঁদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করবেন কলকাতা পৌর নিগমের স্বাস্থ্যকর্মীরা ৷ করোনার তৃতীয় টেউ মহানগরে আছড়ে পড়ার আগেই অধিকাংশ নাগরিকের টিকাকরণ সম্পন্ন করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর দাবি, দ্বিতীয় ডোজের টিকা নিতে কারও সমস্যা হওয়ার কথা নয় ৷ কারণ, দ্বিতীয় ডোজের জন্য লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না ৷ কোনও টিকাকরণ কেন্দ্রেই দ্বিতীয় ডোজ বাকি রাখা হচ্ছে না ৷
আরও পড়ুন :Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের
শনিবার ফিরহাদ জানান, ইতিমধ্যেই শহরের 90 শতাংশ বাসিন্দাকে করোনা টিকার প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও পুরো দমে চলছে ৷ আশা করা যায়, তৃতীয় ঢেউ শহরে আছড়ে পড়ার আগেই সেই কাজ শেষ হয়ে যাবে ৷ ফিরহাদের দাবি, কলকাতার বেশ কয়েকটি এলাকায় বহিরাগতদের আনাগোনা বেশি ৷ সেখানে তাই সংক্রমণের সম্ভাবনাও বেশি ৷ সেই কারণেই নিয়মিতভাবে এই এলাকাগুলি স্যানিটাইজ্ড করা হচ্ছে ৷ বস্তি এলাকাগুলিতে স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে বাসিন্দাদের করোনার টিকা দেওয়া হচ্ছে ৷