কলকাতা, 19 নভেম্বর : একমাত্র সন্তান আর বেঁচে নেই । প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গি । তবে, মৃত্যুর পরেও সন্তান যাতে বেঁচে থাকে অন্যদের শরীরে ৷ অন্যরা যাতে চোখে দেখতে পায়, তার জন্য মৃত সন্তানের কর্নিয়া দান করলেন মা-বাবা । কলকাতার ঘটনা ৷
অহর্ষি ধর (3) । বাড়ি লেকটাউনে ৷ অহর্ষির মা স্মিতা কর্মকার বলেন, " যদি আর দু'টি বাচ্চা ওর চোখ দিয়ে দেখতে পায়, তাই আমরা ওর কর্নিয়া দান করেছি ।" অহর্ষির বাবা শুভ্রজিৎ ধর বলেন, " এটা আমাদের দু'জনের (সস্ত্রীক) যুগ্মভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত ।"
স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিকভাবে চিকিৎসা শুরু হয়েছিল অহর্ষির ৷ সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষাও করানো হয় । রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে । এর পরে 14 নভেম্বর পার্ক সার্কাসের বেসরকারি একটি শিশু হাসপাতালে তাকে ভর্তি করা হয় । রবিবার রাত সাড়ে 11 টা নাগাদ মারা যায় সে ৷ এর পরে মৃত সন্তানের চক্ষু দানের সিদ্ধান্ত নেন মা-বাবা ।
স্মিতা ও শুভ্রজিৎ-এর একমাত্র সন্তান ছিল অহর্ষি । সন্তান হারানোর বেদনা সত্ত্বেও এভাবে অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ শুধুমাত্র কর্নিয়া নয়, অহর্ষির অন্যান্য অঙ্গও তাঁরা দান করতে চেয়েছিলেন বলে জানা গেছে । তবে শেষ পর্যন্ত শুধুমাত্র তার কর্নিয়া দান করা সম্ভব হয়েছে । এই ঘটনা অঙ্গদানের ক্ষেত্রে অন্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন অঙ্গদান আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক মানুষ ৷