পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আইএসিএস-এ হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ, বিতর্ক বাড়তে নির্দেশিকা বদল - হিন্দি রাষ্ট্রভাষা নয়

আট দফা নির্দেশের মধ্যে প্রথমেই রয়েছে, মোট চিঠিপত্রের 55 শতাংশ হিন্দিতে হতে হবে। হিন্দিতে পাওয়া চিঠির উত্তর হিন্দিতেই দিতে হবে। ফাইলে নোট করার ক্ষেত্রে 33 শতাংশ হিন্দিতে লিখতে হবে। ফাইলে দুটি ভাষাতে নাম লিখতে হবে। যেমন, হিন্দি এবং ইংরেজি। হিন্দিতে আগে লিখতে হবে এবং তারপরে ইংরেজিতে। সার্ভিস বুকে এন্ট্রি যতটা সম্ভব হিন্দিতে করতে হবে। প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে যখন যেমন প্রয়োজন, তখন সেইভাবে ফাইলে হিন্দিতে সই করতে হবে।

controversy_on_iacs_direction_about_hindi_language
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে বাধ্যতামূলক হিন্দি ভাষা, বিতর্ক তুঙ্গে

By

Published : Mar 24, 2021, 9:23 PM IST

Updated : Mar 24, 2021, 10:43 PM IST

কলকাতা, 24 মার্চ: কলকাতা সহ দেশের অন্যতম বিজ্ঞান-চর্চার কেন্দ্র যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে (আইএসিএস) বাধ্যতামূলক হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের এই নির্দেশিকাকে ঘিরে এবার চরম বিতর্ক ৷ কতটা যুক্তিযুক্ত এই নির্দেশিকা? সেই নিয়ও প্রশ্ন উঠেছে।


গত 19 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে হিন্দি ভাষা বেশি করে ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সকে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পূর্বাশা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত সেই নির্দেশিকা প্রতিষ্ঠানের সকল ডিন, প্রতিটি বিভাগ ও স্কুলের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। যা প্রকাশ্যে আসতেই প্রতিষ্ঠানের অন্দরে ও বাইরে বিতর্ক দানা বেঁধেছে। আর সেই নির্দেশিকাকে ঘিরে শুরু হয়েছে প্রতিবাদ ৷

কী বলা হয়েছে বিতর্কিত সেই নির্দেশিকায় ? নির্দেশিকার প্রথমেই বলা হয়েছে, ‘‘ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ভাষা বিভাগের দেওয়া সরকারি ভাষার লক্ষ্যমাত্রা পূরণে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফলাফল করছে না । আমরা এর বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে চিঠি পেয়েছি। এটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কতটা প্রয়োগ করা হচ্ছে, তা খতিয়ে দেখতে খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আধিকারিকরা প্রতিষ্ঠানে আসবেন।’’ এই পরিস্থিতিকে সামনে রেখেই হিন্দি ভাষা ব্যবহার সংক্রান্ত আট দফা নির্দেশ দেওয়া হয়েছে ৷ আর সেগুলি যাতে লাগু করা হয় তা দেখতে বলা হয়েছে বিভাগীয় প্রধানদের। পাশাপাশি, প্রতিষ্ঠানে একজন হিন্দি অফিসার নিয়োগ করা হয়েছে বলেও জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। যিনি হিন্দিকে সরকারি ভাষা হিসেবে প্রয়োগের ক্ষেত্রে সাহায্য করবেন।

আট দফা নির্দেশের মধ্যে প্রথমেই রয়েছে, মোট চিঠিপত্রের 55 শতাংশ হিন্দিতে হতে হবে। হিন্দিতে পাওয়া চিঠির উত্তর হিন্দিতেই দিতে হবে। ফাইলে নোট করার ক্ষেত্রে 33 শতাংশ হিন্দিতে লিখতে হবে। ফাইলে দুটি ভাষাতে নাম লিখতে হবে। যেমন, হিন্দি এবং ইংরেজি। হিন্দিতে আগে লিখতে হবে এবং তারপরে ইংরেজিতে। সার্ভিস বুকে এন্ট্রি যতটা সম্ভব হিন্দিতে করতে হবে। প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে যখন যেমন প্রয়োজন, তখন সেইভাবে ফাইলে হিন্দিতে সই করতে হবে। অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের সেকশন 3(3) 100 শতাংশ মেনে চলা নিশ্চিত করতে হবে। এ ছাড়া, প্রতিটি বিভাগকে হিন্দি সেলে কোয়ার্টার্লি প্রোগ্রেস রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এই আট দফা নির্দেশের প্রতি বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে ওই চিঠিতে ।


এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় বয়ে যায় সাহিত্যিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী সহ বিভিন্ন মহলে। প্রতিবাদ হয় প্রতিষ্ঠানের অন্দরেও। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘এটা অত্যন্ত অন্যায়। এটা ঠিক নয়। এটাকে একেবারেই সমর্থন করা যায় না। আমাদের তো হিন্দি চর্চা করতেই হবে এরকম কোনও ব্যাপার নয়। কারণ, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। এটা একটা অফিশিয়াল ভাষা। ইংরেজি ও হিন্দি দুটোই সমান গুরুত্বপূর্ণ ভাষা। যাঁরা হিন্দি জানেন না বা হিন্দি চর্চা করেন না, তাঁদের উপর হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? এটা তো গা-জোয়ারি হয়ে যাচ্ছে । এটা একদমই ঠিক নয়।’’

19 মার্চের বিতর্কিত সেই চিঠি
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘‘একেবারে নির্লজ্জভাবে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা। এখানে হিন্দি রাষ্ট্রভাষা নয়। একটি সরকারি ভাষা মাত্র। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সবচেয়ে পুরনো গবেষণা প্রতিষ্ঠান। যেটা কলকাতায় ডঃ মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান । ইংরেজি আরেকটা সরকারি ভাষা । ইংরেজির ব্যবহার বাঙালিরা করবে, দক্ষিণ ভারতীয়রা করবে। আমি দেখি, কেন্দ্রীয় সরকার দক্ষিণ ভারতের কোনও প্রতিষ্ঠানের উপর এরকম নির্দেশ পাঠাতে সাহস করে কি না। এটা একটা হিন্দি চাপিয়ে দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টা বলে আমি মনে করি। এর থেকে কেন্দ্রীয় সরকারের বিরত হওয়া উচিত। হঠাৎ জোর করে কেন হিন্দিটা চাপানো হচ্ছে ? তার একটা কৈফিয়ত কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।’’বিশিষ্ট বিজ্ঞানী ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার মতে, এটা একটা অদ্ভুত নির্দেশিকা। এই ধরনের কিছু চাপিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হয় না। এমনিতেই একটা ম্যান্ডেটরি হিন্দি অনেকদিন আগে থেকেই করা হয়েছিল একটা ফর্ম লিখতে হত। কিন্তু, এতো শতাংশ লিখতেই হবে সেটা বলে ফ্লেক্সিবিলিটিটা নষ্ট করা বোধহয় উচিত নয়। কারণ, বৈজ্ঞানিক সমাজের অধিকাংশ যোগাযোগ বিদেশের সঙ্গে হয়। সেখানে আমি যদি অভ্যন্তরীণ কমিউনিকেশনের জন্য 10 শতাংশ রাখি আর 90 শতাংশ কমিউনিকেশন বিদেশের সঙ্গে হয় তাহলে কী করে সেটা 55 শতাংশ হবে? উচ্চমানের এই ধরনের গবেষণাগারের বেশিরভাগ কমিউনিকেশন হয় ইন্টারন্যাশনাল। গবেষণাপত্রগুলো প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল জার্নালে। সমস্ত কমিউনিকেশন ইংরেজিতে করতে হয়। সেখানে এতো শতাংশ কমিউনিকেশন হিন্দিতে করতে হবে বলে দিলে কী করে হবে? এটা সম্ভব নয়। আমরা হিন্দিতে লিখতে পারি না। এটা একেবারেই যুক্তিযুক্ত নয়।"
আইএসিএস-এ হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ, বিতর্ক বাড়তে নির্দেশিকা বদল


আরও পড়ুন : চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে উত্তেজনা


বিতর্ক দেখা দিতেই গতকাল, 23 মার্চ আইএসিএস-এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরও একটি নির্দেশিকা জারি করেন। জানানো হয়, 19 মার্চের নির্দেশিকাকে সরিয়ে এই নির্দেশিকাটি বহাল করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 26 ফেব্রুয়ারি চিঠি পাঠিয়ে আইএসিএস-তে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইম্প্লিমেন্টেশনে অভাবের কথা জানিয়েছে। প্রত্যেককে বলা হচ্ছে এটি নোট করতে এবং কোনও সাহায্য লাগলে প্রতিষ্ঠানের আংশিক সময়ের হিন্দি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে। নতুন নির্দেশিকায় কত শতাংশ হিন্দি ব্যবহার করতে হবে বা হিন্দিতে সই করতে হবে, এই ধরনের কোনও নির্দেশের কথা লেখা হয়নি।

বিতর্কের পর আইএসিএস-এর অ্যাক্টিং রেজিস্ট্রারের নির্দেশিকা



যদিও, আগের সেই নির্দেশিকার বিরুদ্ধে এখনও প্রতিবাদ চলছে । আজ বিকেল সাড়ে চারটে নাগাদ যাদবপুরে আইএসিএসের সামনে বিক্ষোভ দেখানো হয় ‘বাংলা পক্ষে’র তরফে ৷ বাংলা পক্ষের কেন্দ্রীয় নেতৃত্ব গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বাংলা ও বাঙালির মনীষী মহেন্দ্রলাল সরকারের তৈরি। আজকে সেখানে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকার নির্দেশিকা দিচ্ছে, ফাইল, নোট ইত্যাদি হিন্দিতে করতে হবে। দিল্লি একটা হিন্দি অফিসার রাখবে এগুলো হচ্ছে কি না দেখার জন্য। এটা কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ হিন্দিতে পরিণত হয়েছে সায়েন্সের জায়গায়? এটা করা হবে কেন? শুধু এখানে নয়, বাংলার বুকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই নোংরামোটা চালানো হচ্ছে। অর্থাৎ, আজকে হিন্দি জানলে বিজ্ঞান গবেষণা করতে পারবেন। সত্যেন বোস হিন্দি জানতেন না, জগদীশচন্দ্র বসু হিন্দি জানতেন না। কিন্তু, তাঁরা বিজ্ঞানী। এটা অন্য কোথাও করতে পারবে? আমরা বাংলা পক্ষ বাংলায় হিন্দি সাম্রাজ্যবাদের প্রতিটি কোনা উপড়ে ফেলব।’’ এদিনের প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভকারীরা 19 মার্চের নির্দেশিকার প্রতিলিপি পোড়ায় ।

Last Updated : Mar 24, 2021, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details