কলকাতা, 24 জানুয়ারি : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তিনি চান নেতাজির আদর্শ, তাঁর জীবন সম্পর্কে আরও বেশি করে জানুক স্কুল পড়ুয়ারা ৷ তাঁর নির্দেশেই এবার রাজ্যের স্কুল পাঠক্রমে আরও বেশি করে জায়গা করে নিতে চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু (contribution of Netaji to be included in school syllabus says Bratya Basu) ৷ নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পাঠক্রমে অন্তর্ভূক্ত করার ঘোষণা সোমবার করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি জানিয়েছেন, দেশকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সুভাষ চন্দ্র বসুর অবদানের কথা এবার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে । দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেতাজির নাম পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা ভাবনাচিন্তা করছে রাজ্য শিক্ষা দফতর জানিয়েছেন ব্রাত্য ।
এদিন শিক্ষামন্ত্রী বলেন বলেন, “দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 1943 সালে নেতাজি দক্ষিণ-পূর্ব এশিয়াতে শপথ গ্রহণ করেছিলেন । মাথায় রাখতে হবে, সেই সময় অখণ্ড ভারতবর্ষ ছিল । পরাধীন অখণ্ড ভারতবর্ষ । উপনিবেশকালে এটি তিনি করেছিলেন । নিজের ক্যাবিনেট গঠন করেছিলেন । এটির সিলেবাসে যাওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক বা সময়কালীন কোনও প্রশ্ন আছে কি না, সেটা আমরা সিলেবাস কমিটিকে বিবেচনা করতে বলব ।”