কলকাতা, 19 জুলাই : রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ আরও 63টি কনটেনমেন্ট জ়োন করা হয়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 739 । কোরোনার সংক্রমণ রুখতে এইসব এলাকায় লকডাউনে কড়াকড়ি জারি থাকবে ৷ রাজ্যে যে 63টি কনটেনমেন্ট জ়োন বাড়ানো হয়েছে, তার মধ্যে কলকাতায় রয়েছে 8টি। আগের 24টি থেকে বেড়ে এখন কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হল 32 টি ।
কোরোনা সংক্রমণের পরিস্থিতি সবথেকে খারাপ কলকাতায় । রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, কলকাতায় এখনও পর্যন্ত মোট 13 হাজার 344 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । এদের মধ্যে এই মূহুর্তে 5,275 জন চিকিৎসাধীন ।
আরও পড়ুন :কোরোনায় সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড রাজ্যে
সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, কনটেনমেন্ট জ়োন ও বাফার জ়োন মিলিয়ে বৃহত্তর কনটেনমেন্ট জ়োন করা হবে । উত্তর 24 পরগনায় নতুন করে আরও 18 টি এই ধরনের কনটেনমেন্ট জ়োন চিহ্নিত হয়েছে । এই মূহুর্তে উত্তর 24 পরগনায় সবমিলিয়ে 113 টি কনটেনমেন্ট জ়োন রয়েছে । দক্ষিণ 24 পরগনায় 12টি বেড়ে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা হয়েছে 67টি ।
এছাড়া, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় 11 টি করে কনটেনমেন্ট জ়োন বাড়ানো হয়েছে । এই নিয়ে ওই দুই জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে 65 টি ও 82 টি । এদিকে রাজ্যে একদিনে কোরোনা সংক্রমণ প্রতিদিনই নতুন রেকর্ড করছে । রাজ্য সরকারের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, 2278 জন নতুন করে কোরোনায় সংক্রমিত হয়েছে ।