কলকাতায় কনটেইনমেন্ট জোন বেড়ে 340 - রাজ্যে কোরোনা আক্রান্ত
আজ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে। আজকের তথ্য বলছে, মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2063 জন। মৃত্যু হয়েছে মোট 118 জনের। কোরোনার লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা 71। আর এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 1374। কলকাতার ক্ষেত্রে মোট কোরোনা রোগীর সংখ্যা 1002। অর্থাৎ শুধুমাত্র কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 54 জন।
কলকাতা, 11 মে : আবারও বাড়ল কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা। সংখ্যাটা বেড়ে হলো 340। গতকাল এই সংখ্যা ছিল 330। অর্থাৎ আজ আরও দশটি বেড়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যা।
আজ রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গিয়েছে। আজকের তথ্য বলছে, মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2063 জন। মৃত্যু হয়েছে মোট 118 জনের। কোরোনার লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা 71। আর এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 1374। কলকাতার ক্ষেত্রে মোট কোরোনা রোগীর সংখ্যা 1002। অর্থাৎ শুধুমাত্র কলকাতায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 54 জন। কলকাতায় এখনো পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 252 জন। সরাসরি কোরোনার কারণে মৃত্যু হয়েছে 77 জনের। গতকাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল 74। অর্থাৎ 3 জন রোগীর মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। আর এই মুহূর্তে কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা 621। রোগীর সংখ্যার সূত্র ধরেই বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যা।
ইতিমধ্যেই কলকাতার কনটেইনমেন্ট জোনে রয়েছে সশস্ত্র পুলিশের সদর দপ্তর, জোড়াবাগান ট্রাফিক গার্ড। এমনকী এর আওতায় গার্ডেনরিচ শিপবিল্ডার্স রয়েছে। কলকাতায় যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আগামী দিনে এই জোনের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।