পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Congress Protest: বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিস ঘেরাও করল কংগ্রেস(Congress Protest) ৷ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বোর্ড চেয়ারম্যানের ৷

Congress Protest
Congress Protest

By

Published : Jul 27, 2022, 10:23 PM IST

কলকাতা, 27 জুলাই: ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের । সেই দখলদারির জমিতে বেআইনি নির্মাণ উঠছে । আর সমস্তটাই হচ্ছে ওয়াকফ বোর্ডের দায়িত্বে থাকা লোকজনেরই মদতেই । তাই বোর্ড চেয়ারম্যান আব্দুল গনির অপসারণ দাবি করা হয় । বুধবার দুপুরে কলকাতার চাঁদনি চক বাজারে ওয়াকফ বোর্ডের রাজ্য অফিসের সামনে এইসব দাবি-দাওয়া নিয়েই বিক্ষোভ করেন কংগ্রেস(Congress Protest in front of WAKFS Board Office at Kolkata) ৷

বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিস ঘেরাও করল কংগ্রেস

প্রদেশ কংগ্রেস মাইনোরিটি সেলের চেয়ারম্যান শামীম আখতারের বলেন, " ওয়াকফ বোর্ডের বর্তমান চেয়ারম্যান 1 নম্বর চোর । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে । ওয়াকফ বোর্ডের কবরস্থানের জায়গা প্রোমোটারকে দিয়ে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে । এই কাজ অবিলম্বে বন্ধ করতে হবে । বর্তমানে মোয়াজ্জিন-রা মাসিক 1 হাজার টাকা ভাতা পান এবং ইমামরা পান আড়াই হাজার টাকা । গত কয়েক বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে বহুবার । তাই মোয়াজ্জিনদের ভাতা 3000 টাকা এবং ইমামদের ভাতা 5000 টাকার করার দাবি। "

বেআইনি নির্মাণের অভিযোগে ওয়াকফ বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ কংগ্রেসের

আরও পড়ুন:চাকরি প্রার্থীদের ধরনা পড়ল 500 দিনে, পাশে দাঁড়ালেন বিমান-সূর্যকান্তরা

ওয়াকফ বোর্ড অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পাঁচ সদস্যের প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন । নিজেদের দাবি-দাওয়ার কথা উল্লেখ করেন । পূর্বের বৈঠকে তাঁরা যে যে দাবি রেখেছিল সে কথাও উল্লেখ করেন । বোর্ড চেয়ারম্যান আব্দুল গনি বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি । খতিয়ে দেখা হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details