কলকাতা, ৬ ফেব্রুয়ারি : রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ় পর্যন্ত মিছিল করল কংগ্রেস। আজকের এই মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রতিবাদ জানানো হয় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে CBI-এর যাওয়ার ইশুতে মুখ্যমন্ত্রীর ভূমিকার। মিছিল থেকে চিটফান্ডকাণ্ডে প্রতারিতদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি সারদা, নারদা সহ চিটফাণ্ড অনিয়মে জড়িতদের শাস্তির দাবি তোলে কংগ্রেস। CBI-এর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিও করা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "অবিলম্বে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। চিটফান্ডে দুনীর্তির ফলে গ্রামীণ অর্থনীতি নষ্ট হয়েছে। চিটফান্ডকাণ্ডে প্রতারকরা অধিকাংশই পশ্চিমবঙ্গের। আমি তৃণমূল সাংসদ থাকাকালীন প্রথম চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। আবদুল মান্নানের করা মামলার ভিত্তিতেই সুপ্রিমকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। কিন্তু তা সত্ত্বেও CP-র বাসভবনে ঢুকতে পারল না CBI।"