পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"তাপস-সুদীপদের গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী ধরনা করেননি কেন ?" - mamata

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের নেতৃত্বে রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ় পর্যন্ত মিছিল করল কংগ্রেস। মিছিল থেকে চিটফান্ডকাণ্ডে প্রতারিতদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি সারদা, নারদা সহ চিটফাণ্ড অনিয়মে জড়িতদের শাস্তির দাবি তোলে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

By

Published : Feb 6, 2019, 10:37 PM IST

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : রাজা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ় পর্যন্ত মিছিল করল কংগ্রেস। আজকের এই মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রতিবাদ জানানো হয় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে CBI-এর যাওয়ার ইশুতে মুখ্যমন্ত্রীর ভূমিকার। মিছিল থেকে চিটফান্ডকাণ্ডে প্রতারিতদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। পাশাপাশি সারদা, নারদা সহ চিটফাণ্ড অনিয়মে জড়িতদের শাস্তির দাবি তোলে কংগ্রেস। CBI-এর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিও করা হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "অবিলম্বে প্রতারিতদের টাকা ফেরত দিতে হবে। চিটফান্ডে দুনীর্তির ফলে গ্রামীণ অর্থনীতি নষ্ট হয়েছে। চিটফান্ডকাণ্ডে প্রতারকরা অধিকাংশই পশ্চিমবঙ্গের। আমি তৃণমূল সাংসদ থাকাকালীন প্রথম চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। আবদুল মান্নানের করা মামলার ভিত্তিতেই সুপ্রিমকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। কিন্তু তা সত্ত্বেও CP-র বাসভবনে ঢুকতে পারল না CBI।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যাগ্রহে বসা নিয়ে প্রশ্ন তোলেন সোমেন মিত্র। সোমেনবাবুর অভিযোগ, শুধুমাত্র রাজীব কুমারকে বাঁচাতে এই ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সবকিছুতে CBI তদন্ত দাবি করতেন। বাংলার মুখ্যমন্ত্রী প্রতারিতদের পাশে থাকেননি। একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে CBI-এর থেকে পালাচ্ছে কেন? CBI আমায় ডেকেছিল, যতবার ডাকবে যাব। প্রোটোকল নষ্ট করে CP-র বাসভবনে গেলেন। তারপর সত্যাগ্রহে বসলেন। কেন?"

সোমেন মিত্র আরও বলেন "এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে আটক করেছিল CBI। তখন তো তিনি ধরনায় বসেননি। তাহলে তারা কি চোর ছিল?"

ABOUT THE AUTHOR

...view details