কলকাতা, 11 এপ্রিল : প্রথম দফা ভোটে কোচবিহারের বিভিন্ন জায়গায় সশস্ত্র বাহিনী হাঙ্গামা চালাচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ জানাল প্রদেশ কংগ্রেস। আজ প্রদীপ ভট্টাচার্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে অভিযোগ জানান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কিছু লোক একটা গাড়িতে অস্ত্র নিয়ে এলাকায় হাঙ্গামা করছে। গাড়িটির নম্বর WB-B 2424। হোগলাবাড়ি- নয়াহাট এলাকায় ওই গাড়িটি নিয়ে হাঙ্গামা চালানো হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে গাড়িটি বাজেয়াপ্ত করার আর্জি জানিয়েছি।"
অস্ত্রবোঝাই গাড়ি নিয়ে হাঙ্গামার অভিযোগ, কমিশনে নালিশ
অস্ত্রবোঝাই গাড়ি নিয়ে ভোট চলাকালীন বিভিন্ন জায়গায় হাঙ্গামার ঘটনায় কমিশনের কাছে নালিশ জানাল প্রদেশ কংগ্রেস।
কেন্দ্রীয় বাহিনী না থাকায় কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে বলে অভিযোগ করেন প্রদীপ। কংগ্রেসের দাবি স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বাহিনী না রাখায় এমন ঘটনা ঘটছে। এবিষয়ে প্রদীপবাবু বলেন, "যে বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেখানেই ঝামেলা হচ্ছে। যেখানে তারা আছে সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা কী সেটা আমরা আগেই বুঝেছিলাম। নির্বাচন কমিশনকে বোঝাতে আমরা দিল্লি পর্যন্ত গেছিলাম। তাদের সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে। পশ্চিমবঙ্গের বিগত রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা বুঝিয়েছিলাম যে এখানে কী টালমাটাল অবস্থা। ফলে ভালোভাবে শান্তিপূর্ণ ভোট করাতে গেলে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি প্রয়োজন। আজকের নির্বাচন কিন্তু সেটাই প্রমাণ করছে। আমি তাই এসেছি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে। জানালাম দিনহাটার 10টা বুথে আমাদের কংগ্রেসের এজেন্টকে তৃণমূল কংগ্রেসের লোকেরা জোর করে বের করে দিয়েছে। কোথাও BJP-র সঙ্গে তৃণমূলের ঝামেলা হচ্ছে যার ফলে সাধারণ লোকেরা ভোট দিতে পারছে না। আরও জানালাম, পশ্চিমবঙ্গের যে জেলাগুলি স্পর্শকাতর সেগুলিতে বিশেষভাবে নজর দেওয়া দরকার। আজ আমরা উদাহরণ দিয়ে বলে দিলাম কেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন।"
তৃণমূলের তরফ থেকে পুনর্নির্বাচনের কথা বলা হচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শুনলাম তৃণমূল অনেক জায়গায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তবে বিষয়টি সম্পর্কে সঠিকভাবে আমি জানি না। আমিও ঘটনাটি সংবাদমাধ্যম থেকেই জেনেছি।"