পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পৌরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে কমিশনে কংগ্রেস নেতৃত্ব

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে প্রদীপ ভট্টাচার্য বলেন, "পৌরসভাগুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে ভরা । সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস-এর তালিকা প্রকাশ করা হয়েছে ।"

Cong at EC
নির্বাচন কমিশনে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

By

Published : Jan 28, 2020, 10:50 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বিধায়ক শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, আব্দুস সাত্তার সহ 5 জন রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পৌরসভা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয় ।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে প্রদীপ ভট্টাচার্য বলেন, "পৌরসভাগুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে ভরা । সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস-এর তালিকা প্রকাশ করা হয়েছে ।" অধিকাংশ জেলাশাসক এ বিষয়ে কোনও সর্বদলীয় বৈঠক করেননি বলে কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারকে জানায় । অবিলম্বে সমস্ত জেলায় জেলাশাসকরা যাতে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক করে প্রত্যেকের মতামত নেয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে প্রদেশ কংগ্রেস ।

কংগ্রেসের তরফে কমিশনের কাছে দাবি করা হয়েছে, পৌর নির্বাচন সন্ত্রাস ছাড়া ও স্বচ্ছতার সঙ্গে করার স্বার্থে নির্বাচনের দিন যেমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তেমনই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকে এবং প্রার্থী প্রত্যাহারের দিন পর্যন্ত প্রস্তাবিত সমস্ত প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । এছাড়া যদি কোনও আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা করতে না পারেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত রাখার আগাম নির্দেশিকাও জারি করতে হবে বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । নির্বাচন কয়টি দফায় হবে এবং কাগজের ব্যালট না EVM-এর মাধ্যমে হবে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা ।

ABOUT THE AUTHOR

...view details