কলকাতা, 6 জুন : বহু টালবাহানার পরে অবশেষে সবকটি বাস সংগঠনের তরফে বিভিন্ন রুটে বেসরকারি বাস নামানো হল । তবে ভাড়া নিয়ে রয়েছে স্বচ্ছতার অভাব । ভাড়া নির্ধারক রেগুলেটরি কমিটি গ্রহণ নিয়ে যেমন রয়েছে ধোঁয়াশা, তেমনই নিয়ে সরকারের নির্দেশ মেনে মালিকদের মধ্যে রয়েছে মত পার্থক্য।
জানা যাচ্ছে, খোলা মনে বিবেচনা করা হবে বাস মালিকদের দাবি-দাওয়া । এর পাশাপাশি আন্দোলনকারী সংগঠনগুলির দাবি মেনে গঠন করা হবে রেগুলেটরি কমিটি। এমটাই আশ্বাস পেয়ে পুরোনো ভাড়াতেই বাস চালাতে রাজি হন সংগঠনগুলি । তারপর থেকেই চলছে কিছু কিছু বাস । তবে প্রথম দিন বাস চালাবার পরেই তিক্ত অভিজ্ঞতার কথা জানান বহু বাস মালিক। বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও করছেন অনেকেই। অন্যদিকে, অভিযোগ উঠেছে বেশ কয়েকটি রুটে নেওয়া হচ্ছে বেশি ভাড়া । যদিও সে দাবি খারিজ করে দিয়েছেন বাস সংগঠনগুলি । জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের সংগঠনের তরফে আগেই যেমন জানানো হয়েছিল আপাতত পুরোনো ভাড়াতেই আমরা পরিষেবা শুরু করেছি । ভাড়া বৃদ্ধির বিষয়টি আমরা রেগুলেটরি কমিটি হাতেই ছেড়ে দিয়েছি । সব দিক বিবেচনা করে সেই কমিটিই ভাড়া চূড়ান্ত করুক।"
রেগুলেটরি কমিটির ওপর আস্থা নেই একাংশের, বাসের ভাড়া বৃদ্ধিতে জটিলতা
বেসরকারি বাস সংগঠনগুলির তরফে নামানো হল বাস । তবে রেগুলেটরি কমিটির উপর আস্থা নেই বলেই জানিয়েছেন বাস মালিকদের একাংশ ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, "প্রথমে বাস চালাতে রাজি হলেও একদিন পুরোনো ভাড়ায় চালিয়ে দেখলাম যে এভাবে টানা সম্ভব নয় । কারণ যাত্রী সংখ্যা একেবারেই নেই । তেলের টাকাটুকু উঠছে না। নিজের ঘর থেকে টাকা দিয়ে বাস চালাতে হচ্ছে । ভাড়া না বাড়ালে কোনওমতেই পরিষেবা দেওয়া হবে না। তবে আশা রাখি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে । সরকারের রেগুলেটরি কমিটি নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।" কয়েকটি সংগঠন পরীক্ষামূলক ভাবে বাস চালাচ্ছে অন্যদিকে পরিবহন মন্ত্রীর আশ্বাসে পুরোনো ভাড়াতেই আপাতত বাস চালাতে রাজি বাকি সংগঠনগুলি। কারণ তাঁদের আর্জি মতো ভাড়ার বিষয় সিদ্ধান্ত নেবে রেগুলেটরি কমিটি।
অন্যদিকে, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "এখনও পর্যন্ত রেগুলেটরি কমিটি হয়েছে বলে আমাদের জানা নেই। বারবার ভাড়া বৃদ্ধি নিয়ে বহু কমিটি হয়েছে । তবে সর্বশেষ কমিটি জেটি 2013 সালে হয় । সেই কমিটির রিপোর্ট আমরা আজও জানিনা। তবে ফলস্বরূপ এক টাকা ভাড়া বৃদ্ধি হয়েছিল 2013 সালে এরপর 2018 সালের 6 জুন আবার এক টাকা ভাড়া বৃদ্ধি হয়। কিন্তু সেই সময় আর কোনও কমিটি গঠন করা হয়নি। তবে কমিটির সিদ্ধান্ত বেশ সময় সাপেক্ষ।"