পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Metro Smart Card Recharge পেমেন্ট অ্যাপ থেকেই স্মার্ট কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা আনছে কলকাতা মেট্রো

কলকাতা মেট্রোর (Kolkata Metro) স্মার্ট কার্ড রিচার্জ অনলাইনে (Online Recharge) করার ব্যবস্থা আগেই করেছে কর্তৃপক্ষ ৷ এবার রিচার্জের সময় টাকা দেওয়ার ক্ষেত্রে পেমেন্ট অ্যাপেরও (Payment App) সুবিধা পাবেন যাত্রীরা ৷

commuters-can-recharge-kolkata-metro-smart-card-from-payment-app
Metro Smart Card Recharge পেমেন্ট অ্যাপ থেকেই স্মার্ট কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা আনছে কলকাতা মেট্রো

By

Published : Aug 20, 2022, 9:45 PM IST

কলকাতা, 20 অগস্ট : কলকাতা মেট্রোকে (Kolkata Metro) এক কথায় কলকাতার লাইফলাইন বলা যায় । প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয় । দ্রুত নিজের গন্তব্য পৌঁছতে মেট্রোকেই বেছে নিয়েছেন যাত্রীরা । তাই এহেন অতি ব্যবহৃত মেট্রোকে আরও যাত্রীবান্ধব করে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে । আর তারই অঙ্গ হিসেবে এবছরেই চালু করা হয়েছে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ (Metro Smart Card Recharge) করার জন্য মেট্রো রাইড কলকাতা মোবাইল অ্যাপ ।

তাই লম্বা লাইনে দাড়িয়ে স্মার্ট কার্ড রিচার্জ করার দিন গিয়েছে । আর এবার এই পরিষেবাকে আরও যাত্রীবান্ধব করে তুলতে এবার একাধিক পেমেন্ট অ্যাপ (Payment App) দিয়ে টাকা দেওয়া যাবে ৷ মেট্রো রেলের তরফে এমনই জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, করোনার (Covid Pandemic) পরে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ভিড় এড়াতে মেট্রো কর্তৃপক্ষের তরফে বারবার কন্টাক্টলেস রিচার্জ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে । তাই আবার পরিষেবা শুরু হওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল টিকিট কাউন্টার । তারপর আবারও শুরু হয়েছিল কাউন্টার থেকে টোকেন দেওয়ার ব্যবস্থা ।

তবে ভিড়ে লাইনে না যাতে যাত্রীদের দাঁড়াতে হয়, তাই বিভিন্ন স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিনও বসানো হয়েছে । পাশাপাশি একটি ক্লিকের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ (Online Recharge) করার জন্য সম্প্রতি এই অ্যাপও চালু করা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে । ইতিমধ্যেই এই অ্যাপ ভীষণভাবেই সাড়া ফেলেছে তাই এই অ্যাপটিকে আরও উন্নত করতে কোমর বেঁধেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন :বিজ্ঞাপন-শুটিং-প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে

ABOUT THE AUTHOR

...view details