কলকাতা, 13 জুন : আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । বিক্ষোভ-আন্দোলন তুলে চার ঘণ্টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেন তিনি । যেভাবে জুনিয়র ডাক্তাররা প্রায় তিনদিন ধরে আন্দোলন চালালেন তার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী । মমতার হুঁশিয়ারি, "কাজে যোগদান না করলে হোস্টেলে থাকা যাবে না । হাসপাতালে রোগী ছাড়া কেউ থাকবে না ।" পরে অবশ্য তিনি বলেন, "2 টোর মধ্যে কাজে যোগ না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে ।"
যদি সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে SSKM-এ বিক্ষোভ-আন্দোলন চলে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী । মমতার দাবি, বহিরাগতরাই এই আন্দোলন করছে । যারা চার ঘণ্টার মধ্যে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেবে তাদের অভাব-অভিযোগ শোনা হবে বলেও কথা বলেন মুখ্যমন্ত্রী । মমতার কথায়, "আজকের মধ্যে কাজে যোগদান না করলে সেইসব ডাক্তারদের কোনওভাবেই সাহায্য করবে না রাজ্য সরকার ।" কোনও নেতা প্রভাব খাটিয়ে বা ক্ষমতা প্রয়োগ করে আন্দোলনে মদত দিতে পারবে না স্পষ্ট করেছেন তিনি ।
আজ SSKM-এ রোগীদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা । যেভাবে প্রায় তিন দিন ধরে আন্দোলন চলছে তার নিন্দা করে মমতার হুংকার, "কত নেতা আছে ধরে আনুন । জোর করে আন্দোলন বরদাস্ত করব না ।" মমতা বলেন, "ডাক্তারদের কাজ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া । রোগীকে পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না । হাসপাতাল রাজনীতির জায়গা নয় । কয়েকজন মিলে নাটক করছে । এসব সরকার মেনে নেবে না । অবিলম্বে রোগীদের পরিষেবা দিতে হবে ।"
এই সংক্রান্ত আরও খবর : 60 ঘণ্টা পরও অথৈ জলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা
সোমবার রাত থেকে শুরু হওয়া ডাক্তারদের কর্মবিরতির জেরে স্তব্ধ গেছে রাজ্যে চিকিৎসা পরিষেবা । জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করতে হবে মুখ্যমন্ত্রীকে । প্রথম দু'দিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি । পরিস্থিতি যখন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আসরে নামলেন মমতা । ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সোমবার রাতের ঘটনায় পুলিশ যে সদর্থক ভূমিকা নিয়েছে তাও বুঝিয়ে দিলেন তিনি । আজ হাসপাতালে মমতা ঢোকার পরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান ডাক্তাররা । হায় হায় স্লোগানও দিতে দেখা যায় তাদের ।