কলকাতা, 9 অক্টোবর : দুর্গাপুজোর অনুদান ও পুরোহিত ভাতা দেওয়ার ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, সেই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সমর্থন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । নৈতিকতা ও মানুষের অভাব-অভিযোগের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী সঠিক উদ্যোগ নিয়েছেন বলেই দাবি করলেন তিনি ।
মুখ্যমন্ত্রীর পুজো অনুদান ও পুরোহিত ভাতার উদ্যোগ সঠিক, দাবি শোভনদেবের - শোভনদেব চট্টোপাধ্যায়
দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান ও পুরোহিত ভাতা ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে । মুখ্যমন্ত্রীর উদ্যোগ সঠিক, বললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।
দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর অনুদান ও পুরোহিত ভাতা ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে । যদিও মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগ সঠিক বলেই মনে করছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । পুরোহিত ভাতার প্রসঙ্গে তিনি বলেন, "কোর্টের ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না । তবে এটা বলতে পারি, পুরোহিতরা সংকটের মধ্যে জীবন চালায় । 12-14 বাড়ি পুজো করেন । এই ভাতা দেওয়ার মধ্যে কোনও অন্যায় আছে বলে মনে করি না । মুখ্যমন্ত্রী সব সম্প্রদায়ের জন্য করছেন । জনস্বার্থ মামলা করলে কোর্ট বলবে সেটা ঠিক না বেঠিক । আমি বলতে পারব না । আমি মনে করি নৈতিকতার প্রশ্নে ও মানুষের অভাব অভিযোগের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তা সঠিক ।"
একইরকমভাবে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া নিয়েও মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তিনি । রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেন, "এই সংকটে কেউ চাঁদা দেয় না । আমাদের একটা পুজো হয় আমি জানি । শুধু আমার নয়, এই অবস্থা আমাদের প্রত্যেকটা পুজো কমিটির । মানুষের হাতে টাকা নেই । ব্যবসা বন্ধ ছিল এতদিন । বিদ্যুৎ-এর বিল দিতে হবে । সব মিলিয়ে একটা সংকটজনক অবস্থা । সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করতে চেয়েছিলেন । যাতে সবাই উৎসবে মাততে পারে । দুর্গাপুজোকে কেন্দ্র করে অনেক মানুষের জীবন-জীবিকা আবর্তিত । সেটা যাতে বন্ধ না হয় এটাই উদ্দেশ্য ।"