কলকাতা, 20 মে : বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভেবেছিলেন বলার সুযোগ পেলে কথাগুলো বৈঠকেই বলবেন । কিন্তু তা সম্ভব হয়নি ৷ এই অবস্থায় সরাসরি জনতার সংযোগে থাকা রাজ্য ও কেন্দ্রের এমন কর্মীদের জন্য অবিলম্বে কুড়ি লাখ ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রাজ্য ও কেন্দ্রের কর্মীদের জন্য কুড়ি লাখ ভ্যাকসিনের দাবি, মোদিকে চিঠি মমতার
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রেল, ব্যাঙ্ক, ডাকঘর, এয়ারপোর্টে কর্মরত সরকারি কর্মীদের টিকার ব্যবস্থা করা উচিত ছিল ৷ কিন্তু সেই উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার ।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "রাজ্য ও কেন্দ্রের কর্মীদের ভ্যাকসিন দেওয়া দরকার ৷ যে গতিতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে ভবিষ্যতে সরকারি কাজকর্ম আরও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই যত দ্রুত সম্ভব সরকারি কর্মীদের টিকাকরণ জরুরি । যেহেতু তাঁরা প্রথম সারির কর্মী ৷ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ আসতে হয় তাঁদের ৷ এই পরিপ্রেক্ষিতে বাংলা চাইছে কেন্দ্র অতি দ্রুত তাদের কুড়ি লাখ ভ্যাকসিন দিক ৷"
বুধবারই করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ঠিক হয় সরকারি দফতরের যে বিভাগগুলিকে সাধারণ মানুষের সঙ্গে সংযোগে আসতে হয় তাদের কর্মীদের টিকাকরণ হবে । সেই মতো পরিবহণ, সেচ সহ বেশ কয়েকটি দফতরকে চিহ্নিত করা হয় । মুখ্যমন্ত্রীর অভিযোগ, "রাজ্যে থাকা রেল, ব্যাঙ্ক, ডাকঘর, এয়ারপোর্টে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের টিকা দেওয়ার উদ্যোগ নেয়নি কেন্দ্রীয় সরকার । দ্রুত তাঁদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক ৷ তাঁদের টিকাকরণের কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর কাছে কুড়ি লাখ ভ্যাকসিনের দাবি করা হচ্ছে ৷"