কলকাতা, 23 অগস্ট : সবাই জাতি সুমারি (Cast Census) নিয়ে সহমত হলে তিনি বা তাঁর সরকার এ নিয়ে বিরোধিতা করবেন না । সোমবার নবান্নে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন জাতি সুমারি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এখন এ নিয়ে কিছু বলছি না । তবে সবাই যদি সহমত হয় তাহলে, আমাদেরও কোনও আপত্তি নেই ৷’’ প্রসঙ্গত, দেশের প্রায় প্রত্যেকটি রাজ্য থেকে জাতি সুমারি করার দাবি উঠতে শুরু করেছে ।
সোমবার জাতি সুমারি করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান তেজস্বী যাদব ৷ শুধু বিহারের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা নন । কংগ্রেস সহ বিভিন্ন সর্বভারতীয় দল ও অন্যান্য আঞ্চলিক দলগুলিও জাতি সুমারির দাবি তুলেছে ৷ বিজেপিও সেই এক দাবিতে সরব হয়েছে ৷ এই অবস্থায় একাধিক জাতি ও গোষ্ঠীর বসবাস রয়েছে বাংলায় ৷ তাই এই বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ধীরে চলার পক্ষপাতী ৷ তাই এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে এক মত হলে তিনিও আপত্তি জানাবেন না ৷