পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cast Census : সব বিরোধীদল চাইলে জাতি সুমারিতে আপত্তি নয়, বললেন মমতা

জাতি সুমারি নিয়ে এবার ধীরে চলো নীতি নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সব বিরোধী রাজনৈতিক দল জাতি সুমারি চাইলে রাজ্য সরকারও সেখানে আপত্তি করবে না বলে আজ নবান্নে সাংবাদিকদের বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য়মন্ত্রী ৷

CM Mamata Banerjee has no Issue with Cast Census
সব বিরোধীদল জাতি সুমারি চাইলে আপত্তি নয়, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

By

Published : Aug 23, 2021, 9:09 PM IST

কলকাতা, 23 অগস্ট : সবাই জাতি সুমারি (Cast Census) নিয়ে সহমত হলে তিনি বা তাঁর সরকার এ নিয়ে বিরোধিতা করবেন না । সোমবার নবান্নে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন জাতি সুমারি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি এখন এ নিয়ে কিছু বলছি না । তবে সবাই যদি সহমত হয় তাহলে, আমাদেরও কোনও আপত্তি নেই ৷’’ প্রসঙ্গত, দেশের প্রায় প্রত্যেকটি রাজ্য থেকে জাতি সুমারি করার দাবি উঠতে শুরু করেছে ।

সোমবার জাতি সুমারি করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান তেজস্বী যাদব ৷ শুধু বিহারের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা নন । কংগ্রেস সহ বিভিন্ন সর্বভারতীয় দল ও অন্যান্য আঞ্চলিক দলগুলিও জাতি সুমারির দাবি তুলেছে ৷ বিজেপিও সেই এক দাবিতে সরব হয়েছে ৷ এই অবস্থায় একাধিক জাতি ও গোষ্ঠীর বসবাস রয়েছে বাংলায় ৷ তাই এই বিষয়টি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ধীরে চলার পক্ষপাতী ৷ তাই এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলি বিষয়টি নিয়ে এক মত হলে তিনিও আপত্তি জানাবেন না ৷

এখন প্রশ্ন হচ্ছে জাতি সুমারি কী ? এমনিতে যখন আদম সুমারি বা জনগণনা হয় তখন তিনটি ক্যাটেগরির উপর তা করা হয় ৷ সাধারণ জনগোষ্ঠী, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি । এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ ক্যাটেগরির মধ্যে যাঁরা পড়েন তাঁদের মধ্যেও অনেক জাতিগত ভাগ রয়েছে । যেমন ব্রাহ্মণ, কায়স্থ ইত্যাদি ৷ তফসিলি উপজাতিদের মধ্যেও হাজারো ভাগ রয়েছে । বিভিন্ন অংশের বক্তব্য, এই সুমারি সঠিক ভাবে না হলে সংরক্ষণের যথার্থতা বজায় থাকবে না ৷ দেখা যাবে যে অংশের সংরক্ষণ বেশি প্রয়োজন তারা কম পাচ্ছে ৷

আরও পড়ুন : Modi-Nitish : তেজস্বীদের সঙ্গে নিয়ে জাতির ভিত্তিতে জনগণনার দাবিতে মোদির কাছে নীতীশ

তাই বিএসপি নেত্রী মায়াবতী থেকে নীতীশ কুমার, তেজস্বী যাদব এমনকি কংগ্রেস ও বিজেপি জাতি সুমারির দাবি তুলেছে ৷ শেষবার জাতি সুমারি হয়েছিল 1931 সালে ৷ অর্থাত্‍, ব্রিটিশ শাসিত ভারতে ৷ স্বাধীনতার পর থেকে এই গণনা আর হয়নি ৷ জাতি সুমারির পিছনে যে যুক্তি খাড়া করা হচ্ছে তা হল, সংরক্ষণ সুবিধা দেওয়ার জন্য নয় ৷ পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে সমতা ফিরিয়ে, তাঁদের প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই ব্যবস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details