পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিলগ্নিকরণ, মোদি-শাহ নিয়ে ক্ষোভপ্রকাশ CITU সমাবেশে - বাম সমাবেশ

12 দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন বাম সংগঠনের শ্রমিক-কর্মচারীরা । সেখান থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা ৷

citu
বিলগ্নিকরণ, মোদি-শাহ নিয়ে ক্ষোভপ্রকাশ CITU সমাবেশে

By

Published : Dec 12, 2019, 1:58 AM IST

Updated : Dec 12, 2019, 2:28 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর : রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে গতকাল কলকাতার রানি রাসমণি রোডে বৃহত্তর সমাবেশ করল বাম শ্রমিক সংগঠন CITU। তাদের এই আন্দোলনের সঙ্গী ছিল INTUC-ও৷ নরেন্দ্র মোদি সরকারের শ্রমিক নীতির বিরুদ্ধে সুর চড়ান CITU-র নেতারা । বিলগ্নিকরণের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের পাশাপাশি NRC নিয়েও মঞ্চ থেকে সরব হন তাঁরা ।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে গত 30 নভেম্বর চিত্তরঞ্জন থেকে শুরু হয়েছিল লং মার্চ । মূলত বামেদের নানা গণ সংগঠন এই মিছিলে যোগ দিয়েছে । যোগ দিয়েছিল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনও । 12 দিন পদযাত্রা করে আজ কলকাতার রানি রাসমণি রোডে মিলিত হন শ্রমিক- কর্মচারীরা । সেখান থেকেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা । রেল, BSNL-সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ রুখতে সোচ্চার হন শ্রমিক সংগঠনের নেতারা ।

দেখুন প্রতিবেদন

NRC ও CAB-এর বিরুদ্ধেও সরব হন নেতারা । CITU-র সাধারণ সম্পাদক তপন সেন বলেন, "প্রতিবাদের চ্যালেঞ্জ নিতে হবে শ্রমিক কর্মচারীদের ।" প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা বিলগ্নিকরণ রুখতে আগামী 8 জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি । ওই ধর্মঘটকে সামনে রেখে বামেদের এই মিছিল এবং সমাবেশে জনসমাবেশকে ইতিবাচক হিসেবেই দেখছে বাম দলগুলি ৷

Last Updated : Dec 12, 2019, 2:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details