কলকাতা, 8 অগস্ট: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে (Shootout at Park Street) লালবাজারের হাতে এল এবার নয়া তথ্য । জেরা পর্বে সিআইএসএফের ঘাতক কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র লালবাজারের গোয়েন্দাদের জানিয়েছেন, তিনি যখন ডিউটি করতেন মাঝেমধ্যে ক্লান্তির ফলে চোখ লেগে যেত তাঁর । অভিযোগ, তাঁকে সতর্ক করার পরিবর্তে তাঁর অজান্তেই ছবি তুলে নিতেন সিআইএসএফ জওয়ান রঞ্জিতকুমার সারেঙ্গি । লালবাজারে গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন অক্ষয়কুমার মিশ্র ৷
তবে শুধুমাত্র এই কারণেই তিনি মাথা গরম করে এত বড় ঘটনা ঘটালেন কি না, তা নিয়ে সংশয়ে গোয়েন্দারা ? সিআইএসএফ-এর হেড কনস্টেবল তদন্তকারীদের আরও জানিয়েছেন, শুধু এই ঘটনা একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে ঘটেছে । পাশাপাশি শুধু ছবি তোলা নয়, বরং সেই ছবি ব্যারাকের অন্যান্য সিআইএসএফ এবং বিশেষ করে তাঁর নিচু তলার জাওয়ানদেরও দেখানো হত ৷ অক্ষয়ের কর্মরত অবস্থায় ঘুমিয়ে থাকার ছবি নিয়ে তাঁকে রাগানো হত বলে জানান তিনি (CISF Constable Sarangi used to tease Akshay Mishra with his sleeping picture) ।