পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Coal Scam: জোর করে বয়ান রেকর্ড ! কয়লা তদন্তে সিআইডি'র নজরে সিবিআই - কলকাতা

কয়লা পাচারকাণ্ডে (West Bengal Coal Scam) জোর করে বয়ান রেকর্ডের অভিযোগ ৷ সিবিআই (CBI) গোয়েন্দাদের জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিআইডি (CID) ৷

cid may interrogate cbi officers in West Bengal Coal Scam case
West Bengal Coal Scam: জোর করে বয়ান রেকর্ড ! কয়লা-তদন্তে সিআইডি-র নজরে সিবিআই

By

Published : Jun 22, 2022, 7:34 PM IST

কলকাতা, 22 জুন: কয়লা পাচারকাণ্ডে (West Bengal Coal Scam) এবার সিআইডি'র (CID) আতসকাচের নীচে সিবিআই (CBI) ৷ ভবানী ভবন সূত্রে খবর, এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে জোর করে বয়ান রেকর্ড করানোর অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তদন্তে নামছে সিআইডি ৷ খুব শীঘ্রই সিবিআই আধিকারিক উমেশ কুমার-সহ সন্দেহের তালিকায় থাকা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবেন সিআইডি-র গোয়েন্দারা ৷

সিআইডি সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ উঠেছে সিবিআই-এর বিরুদ্ধে ৷ ওই ব্যবসায়ী ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন ৷ পরে সেই ঘটনার তদন্তভার নিজেদের হাতে নেয় সিআইডি ৷ স্থির হয়, এবার ওই ব্যবসায়ীকে ভবানী ভবনে ডেকে পাঠানো হবে ৷ সেখানে তাঁর সঙ্গে কথা বলবেন রাজ্যের গোয়েন্দারা ৷ তাঁর বয়ানও রেকর্ড করা হবে ৷ তারপরই পরিস্থিতি বুঝে পদক্ষেপ করা হবে ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলার পর রীতিমতো প্রস্তুত হয়েই উমেশ কুমার-সহ অভিযুক্ত সিবিআই আধিকারিকদের জেরা করার জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করবে সিআইডি ৷

আরও পড়ুন:FIR against CBI officer: কয়লা পাচার কাণ্ডের সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা রাজ্য পুলিশের

ভবানী ভবন সূত্রে খবর, ইতিমধ্য়েই সংশ্লিষ্ট মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে সিআইডি ৷ শুধুমাত্র এই অভিযোগের তদন্ত করার জন্য একটি 'স্পেশাল অপারেশন গ্রুপ'-ও তৈরি করা হয়েছে ৷ প্রয়োজন পড়লে এই বিশেষ দলের সদস্যরাই সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details