কলকাতা, 13 ডিসেম্বর : আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স তৈরি করে বিক্রি করার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করল সিআইডি (CID Arrests Six Men for Fake Arms Licence) ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি ৷ বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক কম্পিউটার, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, সিম কার্ড ও স্মার্ট ফোন ৷
আরও পড়ুন :STF Raid in Siliguri : একইদিনে জোড়া সাফল্য, দুই অভিযানে তিন কোটির মাদক ও লক্ষাধিক জালনোট উদ্ধার
ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে, গত শনিবার জাল লাইসেন্স তৈরির একটি চক্রের হদিশ পান রাজ্য পুলিশের গোয়েন্দারা ৷ তার প্রেক্ষিতে ওই দিনই পূর্ব বর্ধমানের মেমারি থেকে পাঁচজনকে পাকড়াও করা হয় ৷ তাঁদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ৷ এই পাঁচজনকে জেরা করে ইসমাইল নামে আরও এক যুবকের সন্ধান পাওয়া যায় ৷ সোমবার ভোররাতে (ভোর সাড়ে তিনটে নাগাদ) তাকে তার পূর্ব বর্ধমানের বাড়ি থেকে পাকড়াও করে সিআইডি ৷ বাজেয়াপ্ত করা হয় একাধিক কম্পিউটার, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, সিম কার্ড ও স্মার্ট ফোন ৷
আরও পড়ুন :Bansdroni murder case: বাঁশদ্রোণীতে পরকীয়া লুকোতে প্রেমিককে দিয়ে ভাসুরকে খুন করায় যুবতী
এই ছ’জনকে জেরা করে এবার হুগলির রিষড়া ও চন্দননগর এবং বাঁকুড়া ও পুরুলিয়ায় তল্লাশি চালানো হচ্ছে ৷ সিআইডির অনুমান, ইসমাইলের সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের সম্পর্ক রয়েছে ৷ তবে ঠিক কী কারণে আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স বানানোর কাজ চলছিল, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি ৷ এর সঙ্গে নাশকতামূলক কোনও ঘটনার যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ৷ আগামী দিনে ধৃতদের আলাদা-আলাদা এবং একসঙ্গে বসিয়ে জেরা করবেন তাঁরা ৷