পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"ব্যাঙ্কিং ব্যবস্থার উপর সার্জিকাল স্ট্রাইক চালিয়েছে কেন্দ্র", বিক্ষোভ ছাত্র পরিষদের

স্টেট ব্যাঙ্কে নতুন খাতা খুলতে গেলে নাকি রাজনৈতিক অবস্থান চাওয়া হচ্ছে ৷ আজ এমনই অভিযোগ তুলল কলকাতা জেলা ছাত্র পরিষদ ৷ পাশাপাশি ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমানোর প্রতিবাদেও সরব হল ছাত্র পরিষদ ৷

State Bank
ফাইল ছবি

By

Published : Jan 17, 2020, 11:26 PM IST

Updated : Jan 17, 2020, 11:41 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমানোর প্রতিবাদে সরব ছাত্র পরিষদ ৷ প্রতিবাদে সামিল হয়েছিল যুব কংগ্রেস ও INTUC-র কর্মীরাও ৷ স্টেট ব্যাঙ্কের সমৃদ্ধি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা ৷

কলকাতা জেলা ছাত্র পরিষদ থেকে অভিযোগ আনা হয়, স্টেট ব্যাঙ্কের নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে গ্রাহকের রাজনৈতিক অবস্থান দিতে হচ্ছে ৷ এরই প্রতিবাদে আজ সমৃদ্ধি ভবনের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে ছাত্র পরিষদের সদস্যরা ৷

বিক্ষোভ কর্মসূচী নিয়ে বক্তব্য রাখছেন অর্ঘ্য গন

কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গন বলেছেন, "দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই বেহাল । তার উপর নরেন্দ্র মোদির সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার উপর সার্জিকাল স্ট্রাইক চালিয়ে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তদের আরও চাপের মধ্যে ফেলে দিয়েছেন ৷ "

দেশের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে ছাত্র পরিষদ দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলেও জানিয়ে রাখলেন তিনি ।

Last Updated : Jan 17, 2020, 11:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details