পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Election : নির্বাচনের জন্য আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী

30 সেপ্টেম্বর ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচনের জন্য যথাক্রমে 15, 18 এবং 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ৷ আগামী সপ্তাহেই রাজ্যে পৌঁছতে পারে কেন্দ্রীয় বাহিনী ৷ জানাল নির্বাচন কমিশন ৷

আগামী সপ্তাহে উপনির্বাচনের জন্য রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী
আগামী সপ্তাহে উপনির্বাচনের জন্য রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী

By

Published : Sep 9, 2021, 6:55 AM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্যের তিনটি বিধানসভা আসনে ভোটগ্রহণ আগামী 30 সেপ্টেম্বর । ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে । এই তিনটি আসনে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত হবে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । আগামী সপ্তাহে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী ৷

প্রতিটি বিধানসভা কেন্দ্রে আট থেকে দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে । সামশেরগঞ্জে 18 কোম্পানি, জঙ্গিপুরে 19 কোম্পানি এবং ভবানীপুরে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । আগামী সপ্তাহে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে ভবানীপুর উপনির্বাচনের আয় ব্যয়ের হিসেব দেখতে রাজ্যে এসে পৌঁছেছেন একজন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক । নাম এন অশোক বাবু। পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও আসনে নির্বাচনের জন্য আসছেন আর এক পর্যবেক্ষক সঞ্জয় কুমার । এছাড়াও আসবে একজন সাধারণ পর্যবেক্ষক ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্রে দু'জন করে পর্যবেক্ষক থাকবেন । আগামী 30 সেপ্টেম্বরকে কেন্দ্র করে জঙ্গিপুর, সামশেরগঞ্জ ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আইন-শৃঙ্খলার বিষয়টি নজরে রাখছে কমিশন ৷ প্রত্যেক সপ্তাহে এই তিন কেন্দ্রের আইন-শৃঙ্খলার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে হবে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে । এছাড়াও এই জায়গাগুলিতের কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়েও জেলা প্রশাসনগুলিকে রিপোর্ট পাঠাতে হবে ।

আরও পড়ুন : Bhabanipur By Election : দুর্গাপুজো কমিটি নিয়ে বৈঠকে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি, কমিশনকে জানাল রাজ্য

ABOUT THE AUTHOR

...view details