কলকাতা, 8 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কোন ব্যাংক অ্যাকাউন্টে গরু পাচার কাণ্ডের (Cattle Smuggling Case) কত টাকা রয়েছে এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের মধ্যে কবে কোন ব্যাংক অ্যাকাউন্ট মারফত কত টাকা লেনদেন হয়েছিল, তা জানতে এ বার বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের আধিকারিকদের ডেকে পাঠাল সিবিআই (CBI)।
এর আগে অনুব্রত মণ্ডলের বোলপুর এবং সিউড়ির মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিককে ডেকে পাঠিয়েছিল সিবিআই । এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের আধিকারিকদেরও (Private Bank Officials) ডেকে পাঠানো হল সিবিআই-এর তরফে । অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এবং অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে কোন ব্যাংকে কত টাকা রয়েছে, সিবিআই-এর আধিকারিকরা মূলত সেটাই জানতে চাইছেন ।
বীরভূমে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে ওই ব্যাংক কর্মীরা গিয়ে বেশকিছু নথি জমা দিয়ে গিয়েছেন । সিবিআই সূত্রের খবর, সেই সব নথি ইতিমধ্যেই স্ক্যান করে ই-মেইল মারফত কলকাতা এবং দিল্লির সদর দফতরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা চালাচ্ছে সিবিআই । এর আগে ব্যাংক কর্মীদের সঙ্গে কথা বলেই অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের মোট 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
আরও পড়ুন:'অন্যায় হয়েছে', মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে অনুব্রত
ইতিমধ্যেই গতকাল অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করে সিবিআই ৷ ফের অনুব্রতকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক । সিবিআই-এর দাবি, অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে গরু পাচারের টাকার লভ্যাংশ ঢুকেছিল ৷ সেই টাকা কবে কে জমা দিত এবং সেই টাকা ঘুরপথে কোন কোন প্রভাবশালীর কাছে যেত, তা জানার জন্যই এই ব্যাংক আধিকারিকদের তলব করা হয়েছিল ।