কলকাতা, 30 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি নিয়োগ মামলায় (SSC Recruitment Scam) আলিপুর আদালতে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। এর আগে নগর-দায়রা আদালতে শিক্ষক নিয়োগ মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। মামলার তদন্ত শুরু হওয়ার 46 দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট পেশ সিবিআই'য়ের (CBI submits chargesheet on Group C recruitment) । চার্জশিটে নাম রয়েছে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান এসপি সিনহা, অশোকা সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট 16 জনের।
প্রসঙ্গত, গ্রুপ-সি নিয়োগ মামলায় চলতি বছর 11 ফেব্রুয়ারি সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট ৷ 350 জন প্রার্থীকে প্যানেলের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সম্পূর্ণ বে-আইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। পরে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের তিন সদস্যের কমিটি প্রাথমিক অনুসন্ধান করে হাইকোর্টে রিপোর্ট পেশ করে ৷ সেখানে সম্পূর্ণ বে-আইনি পদ্ধতিতে 350 জনকে নিয়োগের বিষয়টিতে কার্যত মান্যতা দেওয়া হয় ৷ কাঠগড়ায় দাঁড় করানো হয় নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ অশোক কুমার সাহা, স্মরজিৎ আচার্য এবং আরও দুই সদস্যকে।