কলকাতা, 26 অগস্ট :পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে মোট ন’টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ৷ বৃহস্পতিবার সংশ্লিষ্ট একটি সূত্রের তরফে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ তারা জানিয়েছে, হিংসার তদন্তের জন্য মোট চারটি বিশেষ ইউনিট তৈরি করা হয়েছে ৷ ইতিমধ্যেই সেই ইউনিটগুলির সদস্যরা কলকাতা ছেড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন ৷ মূলত, যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে, সেই সব জায়গায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তবে এখানেই শেষ নয় ৷ আগামী দিনে এই বিষয়ে আরও একাধিক মামলা রুজু করা হতে পারে ৷ এর মধ্যে কিছু মামলা ও অভিযোগ রাজ্যের তরফেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে হস্তন্তর করা হয়েছে ৷
আরও পড়ুন :Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের নানা প্রান্তে হিংসার ঘটনা ঘটছে বলে দাবি বিরোধীদের ৷ রাজ্য সরকার এই অভিযোগ খারিজ করে দিলেও বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্টে ৷ পাঁচ বিচারপতির বেঞ্চ সবক’টি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রশাসনকে ৷ খুন, ধর্ষণ-সহ মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত অভিযোগগুলির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে ৷ সেই মোতাবেকই পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছেন সিবিআই গোয়েন্দারা ৷
আরও পড়ুন :CBI : আরও সক্রিয় সিবিআই, আসছেন বাংলা জানা আধিকারিক
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ কতটা সত্যি, তা যাচাই করে দেখতে সদ্য রাজ্য়ে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ৷ তাঁদের রিপোর্টে হিংসার সত্যতা মিলেছে বলেই দাবি করা হয় ৷ এরপরই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ খুন ও ধর্ষণের অভিযোগগুলি বাদ দিয়ে বাকি অভিযোগের তদন্তভার দেওয়া হয় বিশেষ তদন্তকারী দলকে (সিট) ৷ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের (পশ্চিমবঙ্গ আইফিএস ক্য়াডারের) নিয়ে সেই দল গঠিত হয়েছে ৷ দু’টি ক্ষেত্রেই আদালতের পর্যবেক্ষণে তদন্ত চালাবেন গোয়েন্দা ও পুলিশ কর্তারা ৷ ছ’সপ্তাহের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট হাইকোর্টে পেশ করতে হবে তাঁদের ৷