কলকাতা, 3 জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই (CBI file chargesheet against Shreya Pande in Rose Valley case)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই চার্জশিট পেশ করা হয়েছে ভুবনেশ্বরের খুরদা আদালতে। সিবিআই সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্ত করতে গিয়ে বিভিন্ন সংস্থার নাম উঠে এসেছিল তাদের নোটবুকে। সেইসব সংস্থাগুলির সঙ্গে কোনওভাবে শ্রেয়া পান্ডের যোগসূত্র খুঁজে পান সিবিআই গোয়েন্দারা।
তদন্তে উঠে এসেছে, বিভিন্ন সময়ে রোজভ্যালি থেকে টাকা নিয়েছে শ্রেয়া এবং তাঁর ব্যবসায়িক সহযোগীর দু'টি সংস্থা ৷ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামে কিংবা অন্দরসজ্জা কোম্পানির নামে রোজভ্যালির থেকে এই টাকা নেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। সিবিআই গোয়েন্দারা জানাচ্ছেন, একটি নামী মিউজিক কোম্পানিকে আইনি জটিলতা থেকে রেহাই দেওয়ার নামেও মোটা অঙ্কের টাকা নিয়ে ঘোটালা পাকিয়েছেন শ্রেয়া ও সহযোগী সংস্থা ৷