পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence Case : জগদ্দলে বিজেপি কর্মীর মায়ের খুনের মামলায় সিবিআইয়ের জালে 8 - ভোট পরবর্তী হিংসা

জগদ্দলের বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়িতে হামলা চালালে দুষ্কতীদের হাতে জমখ হন তাঁর মা শোভারানী মণ্ডল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ সেই মামলায় আটজনকে গ্রেফতার করল সিবিআই ৷ ধৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে ৷

Post Poll Violence Case
Post Poll Violence Case

By

Published : Oct 14, 2021, 2:13 PM IST

জগদ্দল, 14 অক্টোবর : জগদ্দলে বিজেপি মণ্ডল সভাপতির মা খুনের ঘটনায় সিবিআইয়ের জালে ধরা পড়ল 8 জন অভিযুক্ত । তাদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে ৷ ভোট পরবর্তী হিংসা মামলায় উত্তর 24 পরগনার জগদ্দল বিধানসভার বিজেপি বুথ সভাপতি কমল মণ্ডলের মা শোভারাণী মণ্ডল খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 448, 325, 307, 302, 427 ও 34 ধারায় মামলা রুজু হয়েছে ৷ ধৃতদের নাম বিশ্বনাথ ঘোষ, বাসুদেব ঘোষ, সঞ্জয় মিস্ত্রি, দেবাশিস ঘোষ, মণিকা মজুমদার, রুমা সিংহ, রুপালি হালদার এবং শম্ভু চক্রবর্তী ৷

এই মামলায় মোট 12 জনকে গতকাল সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয়েছিল । তাদের গতকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল । সেই মতো 9 জন গতকাল সিবিআই দফতরে যায় । জিজ্ঞাসাবাদে তাদের বয়ানে অসঙ্গতি মেলে ৷ তারপরই তাদের গ্রেফতার করা হয় । ধৃত মহিলাদের বিধাননগর উত্তর থানায় এবং পুরুষদের নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় । আটজনকেই বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷

অভিযুক্তদের বয়ানে অসঙ্গতি ধরা পড়লে তাদের গ্রেফতার করে সিবিআই

গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর ৷ গত 2 মে ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে রাহুতা বিআরএস কলোনি এলাকায় জগদ্দলের 171 নম্বর বুথের বিজেপি সভাপতি কমল মণ্ডলের বাড়িতে দুষ্কৃতী হানার ঘটনা ঘটে ৷ বাধা দিতে গিয়ে আক্রান্ত হন কমলের বৃদ্ধা মা শোভারানি মণ্ডল (80) ৷ গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পাঠানো হয় কল্যাণী হাসপাতালে ৷ সেখানেই দুদিন পর মৃত্যু হয় তাঁর ৷ কমল মণ্ডলের অভিযোগ, তিনি বিজেপি করেন বলে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছিল ৷

আরও পড়ুন : জগদ্দলে বিজেপির বুথ সভাপতিকে মার, আটকাতে গিয়ে মৃত্যু মায়ের

ABOUT THE AUTHOR

...view details