কলকাতা, 19 সেপ্টেম্বর: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) স্ত্রী ও মাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা (ED Summons Saigal Hossain Family) ৷ সায়গেল হোসেনকে হেফাজতে না পাওয়ায়, তার মা এবং স্ত্রীকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, কলকাতায় নয়, তাঁদের দিল্লিতে ইডির সদর দফতরে চলতি সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে ৷
ইডি সূত্রে খবর, গরুপাচার কাণ্ডে কোটি কোটি টাকা অনুব্রত’র (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গলের মা এবং স্ত্রীর নামে হাত বদল করা হয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, সায়গল হোসেন গ্রেফতার হওয়ার পর, তাঁদের সম্পত্তি একাধিকবার হাত বদল হয়েছে ৷ আর সেই সূত্রেই সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি’র গোয়েন্দারা ৷ চলতি সপ্তাহের মধ্যে তাঁদের দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দিতে বলে নোটিশ পাঠানো হয়েছে ৷