পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"সাইলেন্ট আওয়ার"-এ ভাটপাড়া উপনির্বাচনের প্রচার করা যাবে? ব্যাখ্যা চাওয়া হল কমিশনে - loksabha

লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের নোটিফিকেশনের কিছুটা বদল এনেছে নির্বাচন কমিশন । ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচারের সময় শেষ হওয়ার পরও কি ওই কেন্দ্রে প্রচার চালানো যাবে? এই বিষয়েই পরিষ্কার নির্দেশিকা চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

নির্বাচন কমিশন

By

Published : May 1, 2019, 12:01 PM IST

কলকাতা, 1 মে : নিয়ম বলছে, "সাইলেন্ট আওয়ারে" প্রচার নিষিদ্ধ । আর সেই নিয়মের গেরোয় তৈরি হয়েছে প্রশ্ন । প্রশ্নটা ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচারের সময় শেষ হওয়ার পরও কি ওই কেন্দ্রে প্রচার চালানো যাবে? এই বিষয়েই পরিষ্কার নির্দেশিকা চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

6 মে পঞ্চম দফার নির্বাচন । রাজ্যের সাতটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে সেদিন । তার মধ্যে রয়েছে ব্যারাকপুর । নির্বাচনী নির্ঘণ্ট বলছে 4 মে শেষ হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রচার । ওই দিন সন্ধে ছ'টার পর আর প্রচার চালানো যাবে না । তারপরের 48 ঘণ্টা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে “সাইলেন্ট আওয়ার" ।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর, রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন । সেই বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হওয়ার কথা 19 মে । সেই সূত্রে 4 কিংবা 5 মে ওই বিধানসভা উপনির্বাচনের প্রচার তুঙ্গে থাকার কথা । কিন্তু ভাটপাড়া বিধানসভা পড়ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে । আর এখানেই তৈরি হয়েছে গেরো । প্রশ্ন উঠেছে, 4 মে প্রচার শেষের সময় থেকে 6 মে ভোট শেষ হওয়া পর্যন্ত ভাটপাড়া উপনির্বাচনের প্রচার কি আদৌ চালানো যাবে?

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং BJP-তে যোগ দিয়ে লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় ওই বিধানসভা আসনটি খালি হয় । সেই সূত্রে ওই কেন্দ্রের উপ নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । ইতিমধ্যেই ওই কেন্দ্রের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদের দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের নোটিফিকেশনের কিছুটা বদল এনেছে নির্বাচন কমিশন । এক্ষেত্রে কী করা হবে, তা কমিশনের ব্যাখ্যার পরেই জানা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details