পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta University Exam : পরীক্ষা অফলাইনেই, অনলাইনের দাবি খারিজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইনেই (Calcutta University Exam)৷ সিন্ডিকেটের সদস্যরা সর্বসম্মতভাবে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন ।

Calcutta University examination to be held in offline mode
CU Exam in Offline

By

Published : Jun 3, 2022, 7:07 PM IST

Updated : Jun 3, 2022, 7:43 PM IST

কলকাতা, 3 জুন : আগামী সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনেই (Calcutta University examination to be held in offline mode)। এমনটাই জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ।

করোনার দ্বিতীয় ঢেউ-এর জেরে আবারও বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের খুলে যায় শিক্ষা প্রতিষ্ঠান । ক্লাস চলে অফলাইনে । তবে অফলাইনে পঠনপাঠন হলেও, পরীক্ষা নেওয়া হোক অনলাইনে । এমনটাই দাবি জানিয়েছিলেন বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । ঠিক একইভাবে এই দাবিতে সরব হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ।

এই বিষয়ে আগেই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের তরফে জানানো হয়েছিল, যেহেতু করানো পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কলেজে পঠনপাঠনও হয়েছে অফলাইনে, তাই পরীক্ষাও নেওয়া হবে অফলাইনেই । এই বিষয়টি চূড়ান্ত করতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে জানা গিয়েছে, সিন্ডিকেটের সদস্যরা সর্বসম্মতভাবে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফ্যাকালটি কাউন্সিলগুলিও পরীক্ষা অফলাইনে নেওয়ার পরামর্শ দিয়েছে । এমনকি আন্ডারগ্রাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ-সহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা কলেজগুলির প্রিন্সিপালরাও অফলাইনে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছেন (Calcutta University Exam)।

আরও পড়ুন :Madhyamik Result 2022 : মাধ্যমিকে দ্বিতীয় মালদার কৌশিকীর এত ভাল ফল কী করে হল ? জানল ইটিভি ভারত

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রাপ্ত যে কলেজগুলি রয়েছে সেখানে যদি এখনও পর্যন্ত সিলেবাস শেষ করা না হয়ে থাকে, তবে স্পেশাল ক্লাস নিয়ে সেই সিলেবাস শেষ করা হোক ৷ যাতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় । অফলাইনে পরীক্ষা নয়, পরীক্ষা হোক অনলাইনে, এই দাবিতে গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে পড়ুয়ারা অনশন করেছিলেন । তবে অফলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে অনড় রইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Last Updated : Jun 3, 2022, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details