কলকাতা, 21 জুন: রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় 2013 সালের জমি অধিগ্রহণ আইনের শর্ত না-মেনে ওই প্রকল্পে জমি নেওয়া হয়েছে ৷ এছাড়াও এই প্রকল্পের জন্য পরিবেশের কোনও ছাড়পত্র নেওয়া হয়নি । আদিবাসীদের জমি ও ফরেস্ট ল্যান্ড নেওয়া হচ্ছে বিধি না-মেনেই, এই অভিযোগে প্রসেনজিৎ বসু নামে এক ব্যক্তি মামলা করেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । তার এক সপ্তাহের মধ্যে মামলাকারীকে এর উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত । 18 জুলাই ফের শুনানির জন্য মামলাটি রাখা হয়েছে ।
মামলাকারীর আইনজীবী ঝুমা সেন বলেন, "জমি অধিগ্রহণে এবং ক্ষতিপুরণে স্বচ্ছতা থাকা জরুরি । এটা একটা ক্যাটেগরি-এ প্রজেক্ট । পরিবেশে দফতরের 2016 আইন অনুযায়ী অনুমতি লাগে । জমি যাতে অধিগ্রহণ আর না করা হয় সেই নির্দেশ দিক আদালত । কারণ একটা মেমোরান্ডাম দিয়ে প্রজেক্ট করা হচ্ছে । এটা আদিবাসী অধ্যুষিত এরিয়া । 2013 সালের জমি অধিগ্রহণ আইন লাগুই করা হয়নি । আরটিআই করা হয়েছিল ৷ সেখানে জানতে চাওয়া হয়েছিল সোশ্যাল অ্যাসেসমেন্ট হয়েছিল কি না । কিন্ত জানোনো হয়, করা হয়েছে তবে জানানো যাবে না । বর্তমানে জমি অধিগ্রহণে এলাকার সাধারণ মানুষের মতামত খুবই গুরুত্বপূর্ণ । "