কলকাতা, 8 এপ্রিল : এমপিএস কর্ণধার প্রমথনাথ মান্নার জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ সিবিআইয়ের যুক্তি ছিল, জামিন পেয়ে গেলে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন প্রমথনাথ ৷ আদালত সেই যুক্তি মেনে নিয়েছে ৷ আদালতের বক্তব্য, যে বিরাট পরিমাণ আর্থিক প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে, তার তুলনায় খুব সামান্য পরিমাণ অর্থই এখনও পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই প্রেক্ষাপটে প্রমথনাথকে মুক্তি দিতে রাজি হয়নি কলকাতা হাইকোর্ট ৷
করোনা পরিস্থিতিতে গত বছরের এপ্রিল মাসে প্রমথনাথ মান্নার জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর মেয়ে। প্রমথনাথের মেয়ের আবেদন ছিল, তাঁর বাবা এমনিতেই নানা অসুখে আক্রান্ত ৷ তার উপর জেলে করোনায় আক্রান্ত হলে সেটা মারাত্মক হতে পারে ৷ প্রমথনাথের তদন্তে সমস্ত সহযোগিতারও আশ্বাস দিয়েছিলেন তাঁর মেয়ে ৷
তারও আগে, 2019-এর জানুয়ারি মাসে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন এমপিএস কর্ণধার নিজে ৷ মামলার শুনানিতে আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, তদন্ত শেষ হতে হতে 2020 সালের জুলাই মাস পর্যন্ত সময় লাগবে ৷ 67 জনের সাক্ষ্য গ্রহণ করতে হবে ৷ ফলে গোটা প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। এই পরিস্থিতিতে প্রমথনাথ মান্নার জামিন দিলে তদন্ত ব্যাহত হবে । ইতিমধ্যে করোনা পরিস্থিতি শুরু হয়ে যাওয়ায় মামলার আর শুনানি হয়নি ৷ পাশাপাশি, বিচারপতি জয়মাল্য বাগচিকেও বদলি করে পাঠানো হয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ৷ তারপর থেকেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷