পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court : স্কুলে চতুর্থ শ্রেণির নিয়োগে ‘দুর্নীতি’, মামলাকারীদের তথ্য পেশের নির্দেশ হাইকোর্টের

স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ এর জন্য মামলাকারীদের 16 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷

calcutta high court orders to submit all documents regarding illegal recruitment of group d staff
Calcutta High Court : স্কুলে চতুর্থ শ্রেণির নিয়োগে ‘দুর্নীতি’, মামলাকারীদের তথ্য পেশের নির্দেশ হাইকোর্টের

By

Published : Dec 9, 2021, 9:28 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে প্রায় 500 জনকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে ৷ তাঁদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী 16 ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷ এদিন মামলাকারীদের এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত করছে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি ৷

আরও পড়ুন :Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে

এছাড়াও, এই মামলায় প্রাথমিকভাবে 25 জনের নাম উঠে আসে ৷ মামলাকারীদের দাবি, বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা তাঁদের জানানোর নির্দেশ দিয়েছিল আদালত ৷ এদিন মামলাকারীদের আইনজীবীরা জানান, ইতিমধ্যেই সংশ্লিষ্ট 25 জনের মধ্যে 12 জনকে চিঠি দিয়ে যাবতীয় ঘটনা জানানো হয়েছে ৷ কিন্তু, বাকি 13 জনের ঠিকানায় গলদ থাকায় চিঠি পাঠানো সম্ভব হয়নি ৷ তাই, এই বিষয়ে জিপিও-র ডিরেক্টর জেনারেলকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনকে একটি হলফনামাও পেশ করতে বলেছেন তিনি ৷ সেই হলফনামায় বিতর্কিত নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দিতে বলা হয়েছে ৷ আগামী 17 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

আরও পড়ুন :SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

উল্লেখ্য, স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত 22 নভেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গড়ে দেয় ৷ বলা হয়, এই কমিটিই অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখবে ৷

ABOUT THE AUTHOR

...view details